চোট সারিয়ে দলে ফিরতে হলে এটাই করতে হবে রোহিত, সামি, মিশ্রদের
Updated By: Feb 14, 2017, 11:56 PM IST
ব্যুরো: ঘরের মাঠে অস্ট্রেলিয়া বিরুদ্ধে টেস্ট সিরিজে দল নির্বাচন করতে গিয়ে উইনিং কম্বিনেশন ভাঙলেন না জাতীয় নির্বাচকরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের দল নির্বাচন করার ক্ষেত্রে সদ্য বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট জয়ী দলকেই ধরে রাখলেন তারা। চোট সারিয়ে রোহিত শর্মা, মহম্মদ সামি এবং অমিত মিশ্র জাতীয় দলে কামব্যাক করেন কিনা সেদিকে সবার নজর থাকলেও, নির্বাচকরা গুরুত্ব দিয়েছেন কোচ অনিল কুম্বলের সিদ্ধান্তকে। জাতীয় দলের দায়িত্ব নিয়েই কুম্বলে জানিয়ে দিয়েছিলেন ,কোন ক্রিকেটার চোট সারিয়ে কামব্যাক করলে তাকে ফিজিও-র ফিট সার্টিফিকেটের পাশাপাশি ম্যাচ খেলে ফিটনেসের প্রমাণ দিতে হবে। যার ফলে এই তিন ক্রিকেটারকে দলে নেওয়ার ক্ষেত্রে সহমত হননি জাতীয় নির্বাচকরা।