Archery World Cup: বিশ্বকাপে সোনা জিতে ইতিহাস লিখলেন ভারতের Abhishek Verma
স্বর্ণ পদকের ম্যাচে অভিষেক ও শাফের টাই (১৪৮-১৪৮) হয়েছিল।
নিজস্ব প্রতিবেদন: প্যারিসে তীরন্দাজি বিশ্বকাপে (Archery World Cup) ইতিহাস লিখলেন ভারতের অভিষেক বর্মা (Abhishek Verma)। শনিবার পুরুষদের কমপাউন্ড ইভেন্টের ফাইনালে মার্কিনি হেভিওয়েট ক্রিস শাফের (Kris Schaff) মুখোমুখি হন অভিষেক। ফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচে শুট-অফে অভিষেক হারিয়ে দিলেন শাফকে।
স্বর্ণ পদকের ম্যাচে অভিষেক ও শাফের টাই (১৪৮-১৪৮) হয়েছিল এদিন। শুট অফে শাফ ৯টি শট নেন, অভিষেক নেন ১০টি। অভিষেক প্রথম তীরন্দাজ হিসেবে দু'টি বিশ্বকাপ সোনা (পুরুষদের ব্যক্তিগত কমপাউন্ড ইভেন্ট) জিতে অনন্য ইতিহাস লিখলেন এদিন।২০১৫ সালে পোল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবার সোনা জেতেনে ৩২ বছরের হরিয়ানার তীরন্দাজ।
News Flash:
Abhishek Verma wins GOLD medal in Individual Compound event of Archery World Cup Stage 3 in Paris.
Abhishek defeated American archer in a thrilling shoot-off in Final. pic.twitter.com/9uQwbGfWr5(@India_AllSports) June 26, 2021
আরও পড়ুন: অবিলম্বে দলে ফেরানো হোক Bhuvneshwar Kumar কে, দাবি তুললেন Nasser Hussain
অভিষেকই প্যারিস থেকে ভারতকে প্রথম পদক এনে দিলেন। ভারত আরও তিনটি পদক জিততে পারে তীরন্দাজির বিশ্ব মঞ্চ থেকে। রবিবার অর্থাৎ আগামিকাল দীপিকা কুমারী ও অতনু দাস রিকার্ভ মিক্সড টিম ইভেন্টের ফাইনালে নামছেন। নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারত। মহিলাদেক রিকার্ভ টিম ফাইনালে ভারত খেলবে মেক্সিকোর বিরুদ্ধে। দেশের হয়ে লড়বেন দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত ও কোমালিকা বারি।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)