IPL 2020: আমিরশাহিতে আলি খান, মার্কিন ক্রিকেট তারকাকে বিশেষ ভিডিয়োতে স্বাগত জানাল KKR

পাকিস্তানে জন্ম হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের হয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আলি খানের।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Sep 14, 2020, 04:28 PM IST
IPL 2020: আমিরশাহিতে আলি খান, মার্কিন ক্রিকেট তারকাকে বিশেষ ভিডিয়োতে স্বাগত জানাল KKR
ছবি সৌজন্যে : টুইটার

নিজস্ব প্রতিবেদন :  এই প্রথম আইপিএল খেলবেন কোনও আমেরিকার ক্রিকেটার। তাও আবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে। জোরে বোলার হ্যারি গার্নির পরিবর্ত পেয়ে গিয়েছে কেকেআর। তিনি হলেন আলি খান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আলি খান ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে দুরন্ত পারফর্ম করেছেন। আর তারই সুবাদে কিং খানের দলের হয়ে আইপিএল-এ খেলার দরজা খুলে গেল আলি খানের।

সিপিএল খেলে রবিবারই আবু ধাবিতে পৌঁছে গিয়েছেন দুই ক্যারাবিয়ান তারকা আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। দলের সঙ্গে যোগ দিয়েছেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম। প্রোটিয়া ক্রিকেটার ক্রিস গ্রিনও যোগ দেন কেকেআর শিবিরে। যোগ দিলেন আলি খানও।

নাইট পরিবারে যোগ হওয়ায় আলি খানকে নিয়ে বিশেষ ভিডিয়ো প্রকাশ করেছে কেকেআর। আবুধাবি পৌঁছানোর মুহূর্ত , বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত পুরোটাই ক্যামেরাবন্দি করা হয়েছে।

পাকিস্তানে জন্ম হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের হয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আলি খানের। দেশের জার্সিতে একটি মাত্র ওয়ান ডে ম্যাচ খেলা আলি দেশে বিদেশের টি-২০ এবং টি-১০ লিগে খেলেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ, কানাডা গ্লোবাল লিগের পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলবেন আলি খান।

 

আরও পড়ুন - IPL শুরুর আগেই আমিরশাহিতে গড়াপেটার ছায়া! দুই ক্রিকেটারকে নির্বাসিত করল ICC

.