বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আজমল
আগামি বছর ফেব্রুয়ারিতে শুরু হতে চলা বিশ্বকাপে খেলতে পারবেন না পাকিস্তানের অফ স্পিনার সৈয়দ আজমল। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আইসিসি এই পাক স্পিনারকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করেছিল। কিন্তু এরপরেও প্রাথমিক ৩০ জনের দলের তালিকায় রাখা হয়েছিল আজমলকে।
![বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আজমল বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আজমল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/12/28/33085-ajm.jpg)
ওয়েব ডেস্ক: আগামি বছর ফেব্রুয়ারিতে শুরু হতে চলা বিশ্বকাপে খেলতে পারবেন না পাকিস্তানের অফ স্পিনার সৈয়দ আজমল। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আইসিসি এই পাক স্পিনারকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করেছিল। কিন্তু এরপরেও প্রাথমিক ৩০ জনের দলের তালিকায় রাখা হয়েছিল আজমলকে।
কারণ পাকিস্তান বোর্ড আশা করেছিল আইসিসি-র অফিসিয়াল টেস্টে আজমল পাশ করে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফের আসবেন। কিন্তু সবাইকে অবাক করে বোলিং অ্যাকশন নিয়ে অফিসিয়াল টেস্টে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন আজমল। আর তাই বিশ্বকাপে খেলার আরও কোন সম্ভাবনা থাকল না ৩৭ বছরের এই পাক স্পিনারের।