আজ বাংলাদেশকে হারালেই টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়বে আফগানরা

শনিবার জিম্বাবোয়েকে হারিয়ে নিজেরাই নিজেদের নজির স্পর্শ করেছে আফগানিস্তান।

Updated By: Sep 15, 2019, 02:10 PM IST
আজ বাংলাদেশকে হারালেই টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়বে আফগানরা

নিজস্ব প্রতিবেদন : আর মিরপুরের শের-ইবাংলা স্টেডিয়ামে বিশ্ব রেকর্ডের দোড়গোড়ায় দাঁড়িয়ে আফগানিস্তান। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আর বাংলাদেশের মুখোমুখি আফগানিস্তান। প্রসঙ্গত প্রথম দুটো ম্যাচে দুই দলই টুর্নামেন্টের অপর দল জিম্বাবোয়েকে হারিয়েছে।

শনিবার জিম্বাবোয়েকে ২৮ রানে হারিয়েছে আফগানিস্তান। আর এই জয়ের ফলে টানা ১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে জয়ের নজির গড়েছে আফগানিস্তান। ২০১৮-১৯ সালে গড়া এই নজির আফগানরা আগেও করেছিল ২০১৬-১৭ মরশুমে। টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ১১টা ম্যাচ জয়ের নজির একমাত্র আফগানদেরই আছে। শনিবার জিম্বাবোয়েকে হারিয়ে নিজেরাই নিজেদের নজির স্পর্শ করেছে আফগানিস্তান।

আরও পড়ুন - IND vs SA: পুজোর সময় চলবে টেস্ট সিরিজ; দেখে নিন ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের সম্পূর্ণ সূচি

রবিবার বাংলাদেশকে হারাতে পারলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড করবে রশিদ খানের দল। অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে বাংলাদেশকে হারিয়েছে রশিদ খানের দল। এবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। আজ টাইগারদের হারালেই টানা ১২টি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড গড়বে আফগানরা।  

 

.