Champions Trophy 2025: রোজ ৮০০ পুশ-আপ! IPL-জয়ী দল দিল ২০০০০০০০ টাকা, চ্যাম্পিয়ন্স ট্রফির 'সুপারম্যান' কে?

Superman of Champions Trophy 2024: চর্চায় এই ক্রিকেটার, রইল পুরো বায়োডেটা, শুনলে চমকে যাবেন...  

Feb 21, 2025, 15:18 PM IST
1/5

গ্লেন ফিলিপস

Glenn Phillips

গ্লেন ফিলিপস বেশ কিছুদিন ধরেই ক্রিকেট ভক্তদের মুগ্ধ করে আসছেন। ব্যাটে হোক বা বলে কিংবা অবিশ্বাস্য ফিল্ডিংয়ে। নিউ জ়িল্যান্ডের এই তারকা নিজেকে আধুনিক ক্রিকেটের অন্যতম চর্চিত ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ফের একবার চর্চায় ফিলিপস।

2/5

গ্লেন ফিলিপসের অবিশ্বাস্য ক্যাচ!

Glenn Phillips Unreal Catch

চ্যাম্পিয়ন্স ট্রফির বোধনে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-নিউ জ়িল্যান্ড। ৬০ রানে জেতে কিউয়িরা। পাকিস্তান ইনিংসের ১০ নম্বর ওভারে ঘটনা। ও রুরকি বল করছিলেন। ওভারের শেষ ডেলিভারি ওয়াইড লেন্থ ডেলিভারি করেছিলেন। রিজওয়ান কাট করেছিলেন ব্যাকওয়ার্ড পয়েন্টে। ফিলিপস উড়ে গিয়ে ঝাঁপিয়ে, এক হাতে সেই ক্যাচ মুঠোবন্দি করেছেন। তারপর থেকেই 'ফ্লাইং ফিসিপস'কে নিয়ে বিস্তর চর্চা...

3/5

গ্লেন ফিলিপসের কেরিয়ার পরিসংখ্যান

Glenn Phillips Career Stats

দক্ষিণ আফ্রিকায় জন্মানো ২৮ বছরের অলরাউন্ডার উইকেটকিপিংও করতে পারেন। এখনও পর্যন্ত ১৫টি টেস্ট (৭২৮ রান, ৩১ উইকেট), ৪০টি ওডিআই (৯৯৬ রান, ১৪ উইকেট) ও ৮৩টি টি-২০ আই খেলেছেন (১৯২৯ রান, ৬ উইকেট)। এই মুহূর্তে তিনি জাতীয় দলের জার্সিতে মাতাচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফি।   

4/5

গ্লেন ফিলিপস আইপিএল

Glenn Phillips IPL 2025

অনেকেরই প্রশ্ন যে, ফিলিপস আইপিএলে কোন টিমের হয়ে খেলবেন? রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ মাতিয়েছেন ফিলিপস। এবার তিনি খেলবেন গুজরাত টাইটান্সের হয়ে। ২০২২ সালের আইপিএল চ্যাম্পিয়ন টিম তাঁকে ২ কোটি টাকায় দলে নিয়েছে।   

5/5

গ্লেন ফিলিপসের ফিটনেস!

 Glenn Phillips Fitness

গ্লেন ফিলিপস একেবারে ফিটনেস ফ্রিক। প্রায়ই ইনস্টাগ্রামে জিম সেশনের ভিডিয়ো পোস্ট করেন তিনি। বছর তিনেক আগে গ্লেন এক সাক্ষাত্‍কারে বলেন, 'এক পর্যায়ে আমি তিন সেট করে দিনে ৮০০ পুশ-আপ করতাম। প্রথমে ৩০০, তারপর ৩০০ এবং শেষে ২০০-র সেট। এবং গড়ে দিনে, আমি সাধারণত প্রায় ৫০০ সেট করতাম। সবই নির্ভর করে অন্যান্য ওয়ার্কআউটের উপর। কখনও কার্ডিও তো কখনও কখনও স্ট্রেন্থ ভিত্তিক। আমি বাড়ি ফিরে এসে যখন বেঞ্চ প্রেস এবং বেঞ্চ পুলের সংখ্যা ভাবতাম, তখন বুঝতাম যে, ওয়েট তোলা আর এর ভিতর কী ফারাক রয়েছে।'