White House | Elon Musk: মোটা শিকলে বাঁধা হাত-পা! কীভাবে পাঠানো হয় অবৈধবাসীদের? ভিডিয়ো পোস্ট হোয়াইট হাউসের...

White House | Elon Musk: তারপর তাঁদের নিজেদের দেশে পাঠানো হচ্ছে। নিজের প্রোফাইল থেকে শেয়ার করেছেন ইলন মাস্ক। অবৈধ অভিবাসীদের বিমানবন্দরে নিয়ে গিয়ে আগে পরীক্ষা করা হচ্ছে।

Feb 19, 2025, 18:29 PM IST
1/7

হোয়াট হাউস

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার হোয়াট হাউসের পক্ষ থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ৪১ সেকেন্ডের একটি ভিডিয়ো। সেখানেই দেখা যাচ্ছে একজন অফিসার একজন ব্যক্তিকে ফ্লাইটে ওঠানোর আগে তৈরি করছে।

2/7

হাত-পা বাঁধা

তারপর ক্যামেরা প্যান করলে দেখা গেল হাত-পা বাঁধার জন্য মোটা শিকল প্ল্যানের রানওয়েতে ছড়িয়ে রাখা আছে। 

3/7

পরীক্ষা করা হচ্ছে

অবৈধ অভিবাসীদের বিমানবন্দরে নিয়ে গিয়ে আগে পরীক্ষা করা হচ্ছে। তারপর তাঁদের নিজেদের দেশে পাঠানো হচ্ছে। সেই ভিডিয়ো বিজ্ঞাপনের মতন হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে। 

4/7

শিকলবন্দি

কিছুদিন আগেই আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের শিকলবন্দি করে ফেরানো হয়েছে। তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া করে বিরোধীরা।     

5/7

ভিডিয়ো

যদিও ওই ভিডিয়োতে কোনরকমের মুখ দেখা যাচ্ছে না। কেবলমাত্র গোটা প্রক্রিয়াটিকে দেখানো হয়েছে। 

6/7

৩৩২ জন

প্রসঙ্গত, আমেরিকায় থাকা ৩৩২ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। 

7/7

ইলন মাস্ক

হোয়াইট হাউসের পোস্ট করা সেই ভিডিয়ো নিজের প্রোফাইল থেকে শেয়ার করেছেন ইলন মাস্ক এবং ক্যাপশানে লিখেছেন, 'হাহা ওয়াও'।