MahaKumbh 2025: মহাকুম্ভের শেষ লগ্নে মহাকাশে এক অতি বিরল গ্রহসংযোগ! আধ্যাত্মিক তরঙ্গের সঙ্গে মিলে যাবে কসমিক এনার্জি...

Celestial Alignment on Maha Kumbh Mela 2025: কেন মানুষ পাগলের মতো কুম্ভমেলার দিকে ছুটছেন? কেন তাঁরা চাইছেন মেলার শেষদিনে সেখানে থাকতে? ওইদিন আসলে এমন এক ব্য়াপার ঘটবে, যা নিয়ে উদ্দীপ্ত হয়ে আছেন ভক্ত থেকে সাধারণ মানুষ।

| Feb 22, 2025, 12:17 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সারা বিশ্বে যেন একটাই ঘটনা ঘটছে। মহাকুম্ভ। বিশ্ব জুড়ে এই একটি হ্যাপেনিং নিয়ে মানুষ উচ্ছ্বসিত। ১৪৪ বছর বাদে এক বিরল যোগে অনুষ্ঠিত হচ্ছে এবারের কুম্ভ। তাই এটি মহাকুম্ভ। মেলা শেষ হতে আর মাত্র কয়েকদিন। মেলার শেষদিন আগামী ২৮ ফেব্রুয়ারি। ওইদিন এমন এক ব্য়াপার ঘটবে যা নিয়ে উদ্দীপ্ত হয়ে আছেন ভক্ত থেকে সাধারণ মানুষ। কী ঘটবে?

 

1/6

মহাজাগতিক

বলা হচ্ছে, মেলা শেষ হতে চলেছে এক মহাজাগতিক ঘটনা দিয়ে। সাতটি গ্রহই ভারত থেকে দেখা যাবে! 

2/6

সিলেস্টিয়াল অ্যালাইনমেন্ট

এটিকে সিলেস্টিয়াল অ্যালাইনমেন্ট বলা হচ্ছে। এই ঘটনা কুম্ভের আধ্যাত্মিকতায় যোগ করছে আলাদা মাত্রা। এই ঘটনার জেরে এখানে থাকবে এক কসমিক এনার্জি। যা মিশে যাবে স্পিরিচুয়াল এনার্জির সঙ্গে। 

3/6

২৬, না ২৮?

মহাকুম্ভ শেষ হচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি। ওই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। ওইদিন শিবরাত্রি। তবে এই ঘটনাটি চূড়ান্ত রূপ পাবে ২৮ ফেব্রুয়ারি।

4/6

এক রেখায় ৭?

সাত-সাতটি গ্রহ পরস্পরের কাছাকাছি থাকবে, আসবে এক রেখায়।

5/6

কোন ৭?

কোন কোন গ্রহ? বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি এবং ইউরেনাস ও নেপচুন।

6/6

সূর্যোদয়ের আগে/সূর্যাস্তের পরে

এই অ্যালাইনমেন্ট দেখার সেরা সময় বা সেরা মুহূর্ত হতে চলেছে টোয়াইলাইট আওয়ার্স তথা সূর্যোদয়ের ঠিক আগে বা সূর্যাস্তের ঠিক পরে। এই ঘটনার সাক্ষী থাকতেই মানুষ পাগলের মতো কুম্ভমেলায় ছুটছেন। এ নিয়ে আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। এদিকে ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। দিনটির গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। ফলে সব মিলিয়ে খুবই বিরল এক যোগাযোগ। তাই সকলে দলে-দলে ছুটছেন। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)