Apple iPhone SE 4 Launch Today: আজ রাতেই জন্ম, দাম-ফিচারে হাতের মুঠোয় সস্তার আইফোন! এখনই কাঁপছে বাজার...

Apple iPhone SE 4 Launch Today: আজ রাতেই জন্ম নতুন আইফোনের, দাম-ফিচারে হাতের মুঠোয়...

Feb 19, 2025, 18:21 PM IST
1/5

প্রতীক্ষার অবসান

Apple iPhone SE 4 Launch Today

বেশ কিছু বছরের প্রতীক্ষার অবসান! অবশেষে আজ, বুধবার রাতে পৃথিবীর আলো দেখতে চলেছে  iPhone SE 4! নতুন ডিজাইনে মাত করতে চলেছে এই আইফোন। OLED ডিসপ্লে থেকে শুরু করে অ্যাপলের অভ্যন্তরীণ 5G মডেম এবং শক্তিশালী A18 চিপের মতো উল্লেখযোগ্য আপগ্রেড দেখা যাবে। শোনা যাচ্ছে যে, অ্যাপল SE সিরিজ বন্ধ করে iPhone 16E নামে নতুন করে ব্র্যান্ডিং করতে পারে।

2/5

Apple iPhone SE 4 লঞ্চ ইভেন্টটি কোথায় এবং কখন দেখবেন?

Where to watch the Apple iPhone SE 4 launch event and at what time?

Apple iPhone SE 4 লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিত হবে আমেরিকার সময়ে সকাল ১০টা থেকে। ভারতে যা রাত ১১টা ৩০ মিনিট। ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় অবস্থিত অ্যাপল পার্ক থেকে এই ইভেন্ট আয়োজন করবে অ্যাপলের সিইও টিম কুক এবং অন্যান্য উচ্চপদস্থ কর্তারা।   

3/5

ফোনে চোখ রেখেও Apple iPhone SE 4 লঞ্চ ইভেন্ট দেখা যাবে

Apple iPhone SE 4 launch event

অনুষ্ঠানের বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার হবে। অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, অ্যাপল টিভি অ্যাপ এবং অ্যাপলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও (টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম) দেখা যাবে।  

4/5

Apple iPhone SE 4 এর ফিচার ও বৈশিষ্ট্য

Expected specifications and features of the new Apple iPhone SE 4

Apple iPhone SE 4 -এ ৬.১ ইঞ্চি  OLED ডিসপ্লে থাকতে পারে, যা কোনও SE মডেলে প্রথম! অভ্যন্তরীণ 5G মোডেমের সঙ্গে থাকবে ফেস আইডি সাপোর্ট। শোনা যাচ্ছে iPhone 13 এর মতো ফ্ল্যাট-এজ ডিজাইনের হচ্ছে  Apple iPhone SE 4। অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গেই থাকতে পারে গ্লাস ব্যাক এবং IP67 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স। অ্যাপলের A18 চিপ ( iPhone 16 এবং iPhone 16 Plus মতো), ৮ জিবি RAM এর সঙ্গে 128 GB, 256 GB, বা 512 GB, স্টোরেজের বিকল্পে আসতে পারে।  iPhone 16 এর চেয়ে সামান্য ছোট ব্যাটারি থাকতে পারে, তবে SE 3 এর চেয়ে ভালো। ফাস্ট চার্জিং হবে। থাকবে USB-C পোর্টও। পিছনের ক্যামেরা ১২ মেগাপিক্সেলের হতে পারে। উন্নত নাইট মোড এবং স্মার্ট  HDR থাকতে পারে! অন্যদিকে সামনের ক্যামেরাটি ১২ এমপি ট্রুডেপথ ক্যামেরা হবে। ফোনটি 60 fps -এ 4K  ভিডিও রেকর্ড করতে পারবে।  

5/5

Apple iPhone SE 4 এর দাম

Apple iPhone SE 4 Price

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে প্রি-অর্ডার শুরু হয়ে যাবে Apple iPhone SE 4 এর। পয়লা মার্চ থেকে শুরু হবে ডেলিভারি। আমেরিকা, কানাডা, ব্রিটেন এবং ভারতের বাজারে সবার আগে  iPhone SE 4 পাওয়া যাবে। ভারতীয় মুদ্রায়  iPhone SE 4 এর দাম হতে পারে ৫০ থেকে ৫৫ হাজার টাকার ভিতর। এমনটাই একাধিক মিডিয়ার রিপোর্ট। তবে  iPhone 16E হয়ে গেলে দাম আরও কিছুটা বাড়বে।