গাড়ি ও বাড়ির জন্য দেড় কোটিরও বেশি টাকার ঋণের বোঝা Raj-র মাথায়

Apr 04, 2021, 17:02 PM IST
1/8

বারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন পরিচালক, প্রযোজক রাজ চক্রবর্তী। মনোনয়ন পত্র জমা দেওয়ার সঙ্গে নিয়ম মেনে হলফনামায় সম্পত্তির পরিমাণ দাখিল করেছেন রাজ। 

2/8

রাজের হলফনামা অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় ছিল ৭০ লক্ষ ৯৭ হাজার ৭৩০ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে রাজের বার্ষিক আয় ৫৮ লক্ষ ২৭ হাজার ৯৭০ টাকা।  হলফনামায় রাজ তাঁর স্ত্রীর বার্ষিক আয়ের কথাও জানিয়েছেন। ২০১৯-২০তে শুভশ্রীর বার্ষিক আয় ছিল ১ কোটি ১৭ লক্ষ ২২ হাজার ৮৮০ টাকা। 

3/8

রাজের কাছে থাকা এই মহূর্তে নগদ টাকার পরিমাণ ২৫ হাজার ৯০৬ টাকা। শুভশ্রীর কাছে ছিল ১৫ হাজার ৭২০ টাকা। রাজের মোট ৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে যোধপুরপার্কে HDFC ব্যাঙ্কে রয়েছে ১ লক্ষ ১১ হাজার ৮৩৫ টাকা। রাজ ও শুভশ্রী দুজনেরই একাধিক ফিক্সড ডিপোজিট এবং বীমা রয়েছে। 

4/8

রাজ চক্রবর্তীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৩৯ লক্ষ ৩১ হাজার ৭৫ টাকা। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫ কোটি ৫৫ লক্ষ ৭ হাজার ৯৯৬ টাকা। 

5/8

রাজ চক্রবর্তীর আদিবাড়ি হালিশহরে। সেখানে ১৩হাজার ৫০৩ স্কয়ার ফিটের বাড়ি রয়েছে যার বর্তমান বাজার মূল্য ৬৮ লক্ষ ৭৩ হাজার ৩৩২ টাকা। রাজডাঙায় রয়েছে ১৪১০ স্কয়ার ফিটের একটি অফিস। যার দাম ১ কোটি ৬৫ লক্ষ ৩৬ হাজার ৮৪০ টাকা। বাইপাসের ধারে রাজ-শুভশ্রীর আরবানার ফ্ল্যাটটি ১৭৭৮ স্কয়ার ফিটের। যার বর্তমান বাজার  মূল্য ৪ কোটি ৩৫ লক্ষ ৬৩ হাজার ৩১২ টাকা। 

6/8

রাজ হলফনামায় জানিয়েছেন, শুভশ্রীর কাছে থাকা সোনার গয়নার পরিমাণ ১৮৭ গ্রাম। যার দাম ৫২ লক্ষ ৩৩ হাজার ৬৮৩ টাকা। 

7/8

রাজের কাছে রয়েছে ২টি দামি গাড়ি। রয়েছে একটি ৮০ লক্ষ ২৭ হাজার ৪৯১ টাকা মূল্যের ভলভো গাড়ি। যেটি রাজ ২০১৯-এ কিনেছিলেন। রয়েছে ৮ লক্ষ ৭৮ হাজার ৫৩৭ টাকা দামের ১টি টাটা নেক্সন, যেটি কিনেছিলেন ২০১৮ সালে। 

8/8

রাজের নামে গৃহ ঋণও রয়েছে। তাঁর নামে রয়েছে ১ কোটি ৪ লক্ষ ৭৯ হাজার ৯৮৫ টাকার গৃহ ঋণ। গাড়ি কেনার জন্য ঋণ নেওয়া রয়েছে ৪৬ লক্ষ ৬৯হাজার ৪৩০ টাকা। এছাড়া একটি পার্সোনাল লোনও নিয়ে রেখেছেন রাজষ সবমিলিয়ে এই মুহূর্তে রাজ চক্রবর্তীর নামে থাকা ঋণের পরিমাণ ১ কোটি ৬১ লক্ষ ৪৯ হাজার ৩৮৮ টাকা।