Tamanna Bhatia: 'বাড়ি ফিরে শরীরের প্রতিটা অংশ ছুঁয়ে দেখি রোজ...', নিজেকে ভালবাসার বার্তা তমন্নার!

Tamanna Bhatia: নিজের শরীরকে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী তমন্না ভাটিয়া। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে তমান্না বলেন, 'দিনের শেষে বাড়ি ফিরে শরীরের প্রতিটি অংশ ছুঁয়ে দেখি। তার কারণ, গোটা দিন আমার শরীরই আমার সঙ্গে থাকে।'

Feb 01, 2025, 20:19 PM IST
1/7

ভালোবাসার বার্তা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণী ছবি থেকে বলিউড, এই প্রজন্মের হার্টথ্রব তমান্না ভাটিয়া। 

2/7

ভালোবাসার বার্তা

একের পর এক ছবিতে কখনও আইটেম নম্বরে তো কখনও নায়িকা হয়ে জাদু ছড়াচ্ছেন লাস্যময়ী তমান্না। 

3/7

ভালোবাসার বার্তা

সম্প্রতি এক সাক্ষাত্‍কারে নিজেকে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী। 

4/7

ভালোবাসার বার্তা

এক সাক্ষাৎকারে তমন্না বলেন, 'আমি আমার নিজের শরীরকে ভালবাসি। দিনের শেষে আমি স্নান করি এবং নিজের শরীরের প্রতিটি অংশকে ধন্যবাদ জানাই'। 

5/7

ভালোবাসার বার্তা

অভিনেত্রী আরও বলেন, 'শুনে হয়তো অদ্ভুত লাগতে পারে। কিন্তু কেন করব না? আমি জানি, প্রতি দিন কতটা পরিশ্রম করতে হয়'।

6/7

ভালোবাসার বার্তা

 তমান্না বলেন, 'দিনের শেষে বাড়ি ফিরে শরীরের প্রতিটি অংশ ছুঁয়ে দেখি। তার কারণ, গোটা দিন আমার শরীরই আমার সঙ্গে থাকে।'

7/7

ভালোবাসার বার্তা

তবে এই প্রথম নয়, এর আগেও শরীরকে ভালোবাসার বার্তা দিয়েছিলেন তমান্না।