Union Budget 2025: বাংলাকে বঞ্চনা! কলকাতা মেট্রোর কোন রুটে কত বরাদ্দ বাজেটে, জেনে নিন
Feb 01, 2025, 22:53 PM IST
1/5
দমদম বিমানবন্দর-নিউ গড়িয়া
দমদম বিমানবন্দর-নিউ গড়িয়া ভায়া রাজারহাট মেট্রো রেল প্রকল্পে প্রকল্পে এবার বাজেটে মাত্র ৭২০.৭২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ওই প্রকল্পে সংশোধিত বাজেট ছিল ১৫৫০ কোটি।-তথ্য-রাজীব চক্রবর্তী
2/5
জোকা-বিবাদীবাগ
একইভাবে জোকা-বিবাদীবাগ ভায়া মাঝেরহাট মেট্রো রেলপথ নির্মাণে মাত্র বরাদ্দ হয়েছে ৯১৪ কোটি। গত বছর সংশোধিত বাজেট ছিল ৮৫০ কোটি। অর্থাৎ মাত্র ৬৪ কোটি টাকা বেড়েছে এই গুরুত্বপূর্ণ রেল প্রকল্পে। -তথ্য-রাজীব চক্রবর্তী
photos
TRENDING NOW
3/5
মাত্র ৫০০ কোটি
বাজেটে কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের বরাদ্দে সংশোধিত বরাদ্দের থেকে কোনও বদল হয়নি। মাত্র ৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। -তথ্য-রাজীব চক্রবর্তী
4/5
ইস্ট-ওয়েস্ট মেট্রো
ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের ক্ষেত্রে গত অর্থবর্ষে বরাদ্দ হয়েছিল ৯০৬ কোটি টাকা। সংশোধিত বরাদ্দে যা কমে হয়ে যায় প্রায় অর্ধেক, ৫০০ কোটি টাকা। -তথ্য-রাজীব চক্রবর্তী
5/5
সেই ৫০০ কোটি!
এবার বরাদ্দের পরিমাণে কোনও বদল হয়নি। অর্থাৎ সেই ৫০০ কোটি টাকাই জুটেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর বরাতে। -তথ্য-রাজীব চক্রবর্তী