Virat Kohli | India Vs England 1st ODI: বিরাটকে ছাড়াই নাগপুরে ভারত! কী যুক্তি দিলেন রোহিত? চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই...

Virat Kohli: বিরাট কোহলিকে ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআইয়ের দল বাছল ভারত! কিন্তু কেন?  

Feb 06, 2025, 13:51 PM IST
1/5

ভারত সফরে ইংল্যান্ড

England tour of India

দুই সংস্করণ মিলিয়ে মোট ৮ ম্যাচ খেলতে ইংল্যান্ড এই মুহূর্তে ভারতে। সূর্যকুমার যাদবের টিম ৫ ম্যাচের টি-২০আই সিরিজে জস বাটলারদের ৪-১ দুরমুশ করেছে। কুড়ি ওভারের পাট চুকিয়ে রোহিত শর্মার ভারত এবার তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ভারতের হাতে-কলমে অন্তিম মহড়া।   

2/5

ভারত বনাম ইংল্যান্ড

 India Vs England 1st ODI

আজ, বৃহস্পতিবার নাগপুরের সিরিজের শুভারম্ভ। খেলা জামথার ভিসিএ স্টেডিয়ামে। তবে এদিন বিরাট কোহলিকে ছাড়াই দল বাছল টিম ইন্ডিয়া। গকরাতেও নেটে ঝড় তুলেছিলেন বিরাট, তাহলে কেন তাঁকে বাদ পড়তে হল? এদিন যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানা ওডিআই অভিষেক করলেন।     

3/5

কেন খেলছেন না বিরাট কোহলি

Why Is Virat Kohli Not Playing?

এদিন টসের সময়ে রোহিত শর্মা বলেন, 'দুর্ভাগ্যবশত কোহলি খেলছে না, গতকাল রাত থেকে সে ডান হাঁটুতে সমস্যা বোধ করছে।' কোহলিকে এদিন খেলার আগে হালকা অনুশীলন করতে দেখা গিয়েছে। তাঁর হাঁটুতে স্ট্র্যাপ বাঁধা রয়েছে। বিসিসিআই কোহলির চোট সংক্রান্ত যে বিবৃতি দিয়েছে, সেখানে লেখা হয়নি যে, তাঁর চোট কতটা গুরুতর। শুধু বলা হয়েছে 'ডান হাঁটুতে ব্যথার কারণে প্রথম ওডিআই-তে বিরাট কোহলিকে দলে রাখা গেল না।'  

4/5

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ

India's Starting XI Against England

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, শুভমন গিল, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব ও মহম্মদ শামি  

5/5

ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম একাদশ

England's Starting XI Against India

বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ ও সাকিব মেহমুদ