Bollywood Actress: রূপের ছটায় মুগ্ধ? মাদকতায় ঘায়েল? দক্ষিণী নায়িকাদের বিদ্যা-বুদ্ধিও বলিউডকে মাত করবে...

Bollywood Actress: কেউ বা ডাক্তার, কেউ সাংবাদিকতায় ডিগ্রিধারী, কেউ কম্পিউটারে মাস্টার্স, আবার কেউ কেউ বিজ্ঞাপন ও ব্যবসা নিয়ে পড়াশোনা করেছেন, অভিনয়ে আসার আগে । ফ্যাশন ডিজাইনিং এর মতো পেশায় শিক্ষিত হয়েও কেউ কেউ এসেছেন অভিনয়ের পাঠ নিতে। বোঝাই যাচ্ছে 'রূপে লক্ষ্মী এবং গুণে সরস্বতী' তকমাটি এঁদের জন্যই তোলা থাকে। এঁরা আর কেউ নন। আপামর ভারতবাসীর হৃদয়ে ঢেউ তোলানো দক্ষিণী অভিনেত্রীরা। সাঁই পল্লবী থেকে সমান্থা, রশ্মিকা থেকে অনুষ্কা শেঠি তাবড় তাবড় এইসব নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা দেখলে চোখ কপালে উঠবে আপনারও।

| Feb 06, 2025, 20:25 PM IST
1/9

সমান্থা রুথ প্রভু

 'পুষপা ২' খ্যাত এই অভিনেত্রী 'স্বামী' গানের সঙ্গে নেচে সারা ভারতবর্ষে সাড়া ফেলে দিয়েছিলেন। তার ব্যক্তিজীবন যতই বর্ণময় এবং বিতর্কিত হোক না কেন, শিক্ষাগত যোগ্যতায় তিনি পিছিয়ে নেই। চেন্নাই এর স্টেলা মারিস কলেজ থেকে কমার্সে স্নাতকত্তর ডিগ্রি লাভ করেন।

2/9

সাঁই পল্লবী

 দক্ষিণের এই অভিনেত্রীর রূপে কাবু হননি এমন মানুষ মেলা ভার। অভিনেত্রী সাই পল্লবীর 'নো মেকআপ লুক' এখন ট্রেন্ড। অভিনয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসক। জর্জিয়ার স্টেট মেডিকেল ইউনিভার্সিটি থেকে সার্জারি এবং মেডিসিন- চিকিৎসা বিদ্যার এই দুই বিভাগে শিক্ষা লাভ করেছেন। সাই পল্লবী একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পীও।

3/9

রশ্মিকা মন্দনা

 মানুষের মনের অভ্যন্তরের জটিল মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করবার পর ছায়াছবির জগতে পা রাখেন এই প্রতিভাবান অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতা এবং ইংরেজি সাহিত্য নিয়েও তিনি শিক্ষালাভ করেছেন ব্যাঙ্গালোরের এম এস রামাইয়া কলেজ থেকে।

4/9

কীর্তি সুরেশ

 তিরুবনন্তপুরমের কেন্দ্রীয় বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করার পর ফ্যাশন ডিজাইনিং এ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এই দক্ষিণী ছবি 'মহানতি'তে অভিনয় করে জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী।

5/9

নয়নতারা

 ব্যাঙ্গালোরের মালয়ালি পরিবারে জন্ম গ্রহণ করেন এই  দক্ষিণী অভিনেত্রী। কেরালার মার্থমা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করে নয়নতারা। 'শ্রী রমা রাজ্যম' ছবিতে সীতার চরিত্রে অভিনয় করে ' ফিল্ম ফেয়ার পুরস্কার' পান এই প্রতিভাবান অভিনেত্রী।

6/9

তামান্না ভাটিয়া

'আজ কি রাত' 'স্ত্রী ২' ছবির এই আইটেম নাম্বারটি নেচে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে তামান্না ভাটিয়া। তার লাস্যময়ী আবেদনে কুপোকাত দর্শক। মুম্বাইয়ের ম্যাকেনজি কুপার এডুকেশন স্কুল থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করার পর মুম্বাইয়ের ন্যাশনাল কলেজ থেকে আর্টস এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

7/9

কাজল আগারওয়াল

 বলিউড এবং দক্ষিণী দুই জগতেই সমানতালে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী কাজল আগারওয়াল। কিন্তু ছায়াছবি দুনিয়ায় পা রাখার আগেই এডভার্টাইজিং মার্কেটিং এবং সাংবাদিকতায় শিক্ষালাভ করেছেন এই সুন্দরী

8/9

অনুষ্কা শেঠি

সারা ভারতে সারা ফেলে দেওয়া 'বাহুবলী' ছবির নায়িকা অনুষ্কার রূপে মুগ্ধ আট থেকে আশি। ফিল্মিগ্রাফে অনেক ছবি থাকলেও 'বাহুবলী' ছবি তাকে সব থেকে বেশি জনপ্রিয়তা দিয়েছে। পড়াশোনায় বরাবর ভালো অনুষ্কা ব্যাঙ্গালোরের মাউন্ট কারমেল কলেজ থেকে বিবিএ অর্থাৎ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকত্তর ডিগ্রি লাভ করেন।

9/9

তৃষা

 দক্ষিণ ভারতের জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী তৃষা, একজন প্রথম সারির অভিনেত্রী হিসেবে পরিচিত। নিজের মাতৃভাষা তামিল ছাড়াও ফ্রেঞ্চ, হিন্দি এবং ইংরেজিতে সাবলীল এই অভিনেত্রী। সেক্রেট হার্ট ম্যাট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি স্কুল থেকে পাশ করার পর, চেন্নাইয়ের এথিরাজ কলেজ থেকে বিবিএ অর্থাৎ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি লাভ করেন।