Virat Kohli and Anushka Sharma: নতুন বছরে একেবারে অন্য মেজাজে বিরুষ্কা, দেখে নিন ফটো গ্যালারি
পাপারাৎজিদের ফাঁকি দিয়েই সেখানে পৌঁছোন এই তারকা দম্পতি। বাবা নিম করোলির আশ্রমে (Baba Neem Karoli Ashram) গিয়ে প্রার্থনা করেন, দুস্থদের জন্য কম্বল বিতরণ করেন তাঁরা। যদিও আশ্রম থেকে বিরুষ্কার একগুচ্ছ ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিন বছরের খরা কাটিয়ে গত বছর টি-টোয়েন্টি ও একদিনের ফরম্যাটে শতরান এসেছে। তবে টেস্ট ক্রিকেটে তিন অঙ্কের রান এখনও অধরা। এরমধ্যে চলতি বছর দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ (ICC World Cup 2023) ছাড়া রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (ICC Test Championship Final 2023) যাওয়ার সুযোগ। এর আগে নতুন বছরের শুরুতেই স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও কোলের মেয়ে ভামিকা-কে (Vamika) নিয়ে বৃন্দাবনে (Vrindavan)গিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। পাপারাৎজিদের ফাঁকি দিয়েই সেখানে পৌঁছোন এই তারকা দম্পতি। বাবা নিম করোলির আশ্রমে (Baba Neem Karoli Ashram) গিয়ে প্রার্থনা করেন, দুস্থদের জন্য কম্বল বিতরণ করেন তাঁরা। যদিও আশ্রম থেকে বিরুষ্কার (Virushka) একগুচ্ছ ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। দেখে নিন সেই ফটো গ্যালারি।
মায়ের কোলে ছোট্ট ভামিকা
![মায়ের কোলে ছোট্ট ভামিকা Virat Kohli and Anushka Sharma](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/06/403011-1.png)
ফ্যানের ব্যাটে 'বিরাট' সই
![ফ্যানের ব্যাটে 'বিরাট' সই Virat Kohli and Anushka Sharma](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/06/403010-2.png)
TRENDING NOW
বিরাটের সঙ্গে ছবি
![বিরাটের সঙ্গে ছবি Virat Kohli and Anushka Sharma](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/06/403009-3.png)
অনুষ্কার চোখে শুধুই ঈশ্বর
![অনুষ্কার চোখে শুধুই ঈশ্বর Virat Kohli and Anushka Sharma](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/06/403008-4.png)
ভামিকার আশ্রয় যখন বিরাট
![ভামিকার আশ্রয় যখন বিরাট Virat Kohli and Anushka Sharma](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/06/403007-5.png)
ভামিকার মুখ দেখানো বারণ
![ভামিকার মুখ দেখানো বারণ Virat Kohli and Anushka Sharma](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/06/403006-6.png)
ভাইরাল হওয়া ছবিতে অনুষ্কা এবং বিরাটকে আশ্রমে হাত জোড় করে প্রার্থনা করতে দেখা যায়। বিরাট একটি কালো টি-শার্ট, টুপি এবং প্যান্টের সঙ্গে একটি জলপাই সবুজ জ্যাকেট পরেছিলেন, অনুষ্কার দেখা মিলল কালো জ্যাকেট এবং সাদা টুপিতে। তাঁদের দুজনের মুখেই ছিল মাস্ক। সাদা সোয়েট শার্টের সঙ্গে গোলাপি রঙের সোয়েট প্যান্ট পরে দেখা মিলেছে ভামিকার।
ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা
![ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা Virat Kohli and Anushka Sharma](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/06/403005-7.png)
বিশেষ উদ্দেশ্য নিয়ে বৃন্দাবনে বিরুষ্কা
![বিশেষ উদ্দেশ্য নিয়ে বৃন্দাবনে বিরুষ্কা Virat Kohli and Anushka Sharma](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/06/403004-8.png)
ভামিকার জন্যই ঈশ্বর দর্শন
![ভামিকার জন্যই ঈশ্বর দর্শন Virat Kohli and Anushka Sharma](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/06/403003-9.png)
নতুন বছরে নতুন অঙ্গীকার
![নতুন বছরে নতুন অঙ্গীকার Virat Kohli and Anushka Sharma](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/06/403002-10.png)