Train Cancel: বিভিন্ন কারণে হাওড়া থেকে বাতিল এইসব গুরুত্বপূর্ণ ট্রেন, দেরিতে চলছে বহু এক্সপ্রেস

Feb 18, 2025, 14:08 PM IST
1/5

ট্রেন ছাড়তে দেরি

ট্রেন ছাড়তে দেরি

রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কারণে পূর্ব রেলের একাধিক ট্রেনের সময়সূচি বদল হয়েছে। বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেন। বেশকিছু ট্রেন দেরিতে চলায় অন্য কয়েকটি ট্রেন দেরিতে ছাড়ছে। হাওড়া-প্রয়াগরাজ বিভূতি এক্সপ্রেস গতকাল সন্ধে ৭টা ৫৫ মিনিটের বদলে হাওড়া ছেড়েছে রাত  ১টা ১৫ মিনিটে। -তথ্য-অয়ন ঘোষাল  

2/5

নেতাজি এক্সপ্রেস

নেতাজি এক্সপ্রেস

হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস আজ হাওড়া ছাড়বে বিকেল সাড়ে তিনটেয়। এটি ছাড়ার কথা ছিল গতকাল ৯টা ৫৫ মিনিটে। -তথ্য-অয়ন ঘোষাল

3/5

গরবা এক্সপ্রেস

গরবা এক্সপ্রেস

হাওড়া-গান্ধীনগর গরবা এক্সপ্রেস আজ হাওড়া ছাড়বে বিকেল ৫টায়। এটি হাওড়া ছাড়ার কথা ছিল গতকাল রাত ১১ টায়। -তথ্য-অয়ন ঘোষাল

4/5

বাতিল

বাতিল

বাতিল হয়েছে ২১ তারিখে থাকা সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই এক্সপ্রেস। বাতিল হয়েছে ২৩ তারিখে থাকা এমজিআর চেন্নাই এক্সপ্রেস-সাঁতরাগাছি এক্সপ্রেস। -তথ্য-অয়ন ঘোষাল

5/5

শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস

শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস

বাতিল হয়েছে ১৮ তারিখ থাকা ২২৮৫৩, শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস।  বাতিল হয়েছে ১৯ তারিখ অর্থাৎ আগামিকালের ২২৮৫৪, বিশাখাপত্তনম-শালিমার এক্সপ্রেস। বাতিল ২১ তারিখের ১৮০০৯, সাঁতরাগাছি-আজমের এক্সপ্রেস।  -তথ্য-অয়ন ঘোষাল