NASA alerts: গতি প্রতি ঘণ্টায় ২৬,৫০০ কিমি! এই ভয়ংকর বেগে ধেয়ে আসছে বিশাল এক পাথর, সাবধান...

Asteroid is coming very close to Earth: এই গ্রহাণু আছড়ে পড়ার ফলে কোন কোন শহর ক্ষতিগ্রস্ত হতে পারে তা কেবলই বিজ্ঞানীরা অনুমান করেছেন কারণ এত দূরে আছে এই গ্রহাণু যে সঠিকভাবে বলা দুষ্কর।

Feb 18, 2025, 15:38 PM IST
1/6

পৃথিবীতে আছড়ে পড়তে পারে গ্রহাণু

67-foot Asteroid

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুলেটের গতিতে ধেয়ে আসছে এক গ্রহাণু। এক লহমায় ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী। ঘণ্টায় প্রায় ১৬,৫০০ কিলোমিটার ভয়ংকর গতিতে ছুটে আসছে সিএ২। 

2/6

পৃথিবীতে আছড়ে পড়তে পারে গ্রহাণু

67-foot Asteroid

নাসা জানিয়েছে, এবার যে গ্রহাণুটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে সেটি নিজের আকার ক্রমেই বৃদ্ধি করেছে। ফলে যখন এটি পৃথিবীর বেশ অনেকটা কাছে চলে আসবে তখন এটির আকার বেশ বড় হতে পারে।

3/6

পৃথিবীতে আছড়ে পড়তে পারে গ্রহাণু

67-foot Asteroid

গ্রহাণু ২০২৫ সিএ২ তার নিকটতম পদ্ধতির দিকে ০৪:৩৩ পিএম আইএসটি -তে পৃথিবী থেকে প্রায় ৩,১৭০,০০০ মাইল দূরত্বে পেরিয়ে চাঁদের দূরত্বের প্রায় পাঁচগুণ বেশি দূরে থাকবে। প্রতি ঘণ্টায় প্রায় ১৬,৪৯০ মাইল ভ্রমণে, গ্রহাণুর ট্র্যাজেক্টোরিটি একটি নিরাপদ উত্তরণ নিশ্চিত করে।

4/6

পৃথিবীতে আছড়ে পড়তে পারে গ্রহাণু

67-foot Asteroid

পৃথিবীর সঙ্গে এটি ধাক্কা মারে তাহলে এটি ৫০০ টি অ্যাটম বোমার মতো শক্তিশালী হবে। তবে পৃথিবীর কান ঘেষে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে আকারের কারণে পৃথিবীতে প্রভাব ফেলবে। 

5/6

পৃথিবীতে আছড়ে পড়তে পারে গ্রহাণু

67-foot Asteroid

তবে গতি যথেষ্ট প্রবল। ফলে পৃথিবীর কাছে আসতে এর বেশি সময় লাগবে না বলেই মনে করা হচ্ছে। বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন,পাশ কাটিয়ে বেরিয়ে গেলেও বিপদ এড়িয়ে যাওয়া যাচ্ছে না। 

6/6

পৃথিবীতে আছড়ে পড়তে পারে গ্রহাণু

67-foot Asteroid

নিওস বা পৃথিবীর ১.৩ জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ইউনিটের মধ্যে এই সংস্থাগুলি বিজ্ঞানীদের জন্য গবেষণার গুরুত্বপূর্ণ বিষয়। ওসিরিস-রেক্সের মতো রাডার এবং স্পেস মিশনগুলির মতো পরিশীলিত ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে নাসা এই বিষয়গুলিতে ঘনিষ্ঠ ট্যাব রাখে।