Vande Bharat Express: খুব শীঘ্রই কাটরা-শ্রীনগর রুটে ছুটবে বন্দে ভারত, জানা গেল তারিখ, ভাড়া কত?
Feb 04, 2025, 20:52 PM IST
1/5
কাটরা-শ্রীনগর বন্দে ভারত
খুব শীঘ্রই শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। এটিই হবে কাশ্মীরে চলাচলকারী প্রথম সেমি হাইস্পিড ট্রেন। ট্রেনটি চালাবে নর্দান রেল।
2/5
শেষ হয়েছে ট্রায়াল রান
ইতিমধ্যেই ওই রুটে ট্রায়াল রান শেষ করেছে বন্দে ভারত। জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি এটি যাত্রী পরিবহন শুরু করবে। কিন্তু কবে?
photos
TRENDING NOW
3/5
কবে যাত্রা শুরু
উত্তর রেলের এক আধিকারিক এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ দিনের মধ্যে এটি যাত্রা শুরু করবে।
4/5
কার হাতে যাত্রার সূচনা
কাটরা থেকে শ্রীনগর বন্দে ভারতের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনওপর্যন্ত এমনটাই খবর।
5/5
ভাড়া কত
এই রুটের ভাড়া কেমন হবে? জানা যাচ্ছে, এসি চেয়ার কারে কাটরা থেকে শ্রীনগরে ভাড়া হতে পারে ১৫০০-১৬০০ টাকা। একজিকিউটিভ চেয়ার কারে ভাড়া হতে পারে ২২০০ থেকে ২৫০০ টাকা।