জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের পথ দুর্ঘটনা সিকিমে। সিকিমের রুংডুতে একটি যাত্রীবাহী গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ মিটার নিচে পড়ে যায়। (তথ্য: কায়েস আনসারি)
2/5
গাড়িতে মোট ৬ জন যাত্রী ছিলেন। যার মধ্যে ২ জন ঘটনাস্থলেই মারা যায়। বাকি ৪ জনকে আহত অবস্থায় গেজিং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। (তথ্য: কায়েস আনসারি)
photos
TRENDING NOW
3/5
জানা গিয়েছে, ৬ যাত্রীকে নিয়ে গাড়িটি বামোক থেকে গেইজিংয়ের দিকে যাচ্ছিল। রুংডুতে পৌঁছানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং প্রায় ৫০০ মিটার নিচে পড়ে যায়।(তথ্য: কায়েস আনসারি)
4/5
এই দুর্ঘটনায় চালক বিমুন কুমার শর্মা এবং একজন যাত্রী কুমার মুখিয়া ঘটনাস্থলেই মারা যান এবং বাকি ৪ জন যাত্রীকে উদ্ধার করে গেজিং জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।(তথ্য: কায়েস আনসারি)
5/5
এলাকার পুলিস ও স্থানীয় লোকজন উদ্ধার করে আহত ব্যক্তির সঙ্গে দুটি মৃতদেহকে নিয়ে যায় এবং এলাকার বিধায়কও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।(তথ্য: কায়েস আনসারি)