Madhya Pradesh: বাঘ-শুয়োরে খেল এক ঘাটের জল! শেষে মানুষ এসে...

Feb 04, 2025, 22:39 PM IST
1/5

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৪ ফেব্রুয়ারি সকাল মধ্যপ্রদেশে হইচই কাণ্ড। একটি বাঘ একটি বন্য শুয়োরের পিছনে তাড়া করে। এবং তাড়া করতে গিয়ে একটি কুয়োয় পড়ে যায় দুজনেই।

2/5

ঘটনাটি ঘটেছে পেঞ্চ টাইগার রিজার্ভের বাফার জোনে অবস্থিত পিপারিয়া হারদুলি গ্রামে। সোশ্যাল মিডিয়ায় তাদের উদ্ধারকার্যে ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, কুয়োর মধ্যে পড়ে বাঘ ও শুয়োর দুজনেই বাঁচার জন্য লড়াই করছে।  

3/5

গ্রামবাসীরা সাতসকালে দুজনকে ওই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে  বন বিভাগকে খবর দেয়। দ্রুত সাড়া দিয়ে বন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার অভিযান শুরু করেন।

4/5

ভিডিয়োতে আরও দেখা যায়, বাঘ এবং বুনো শুয়োর উভয়কেই উদ্ধার কাজে খাট এবং ক্রেন ব্যবহার করা হয়। বহু কষ্টে বন বিভাগ সফলভাবে দুটি প্রাণীকে উদ্ধার করে।

5/5

প্রথমে বাঘটিকে উদ্ধার করা হয়। পরে শুয়োরটিকে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়।