RasaPurnima 2024: আজ রাসপূর্ণিমা, সৌভাগ্যের জোয়ারে ভাসবে এই ৪ রাশি! কীভাবে পাবেন সাফল্যের চাবিকাঠি...

RasaPurnima 2024: বৃন্দাবন, মথুরা-সহ অন্যান্য বৈষ্ণব মন্দিরে পালিত হয় এই পুণ্যতিথি। জেনে নিন শ্রীকৃষ্ণের প্রিয় রাশি। 

Nov 15, 2024, 12:45 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কার্তিক মাসকে অত্যন্ত শুভ বলা হয়। তার উপর আজ রাসপূর্ণিমা। যেটি সনাতন ধর্মালম্বীদের একটি বাৎসরিক উৎসব। শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। এই বছর রাস পূর্ণিমা অর্থাৎ কার্তিক পূর্ণিমার দিনই পড়েছে গুরু নানকের জন্মতিথি। হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্র মতে কার্তিক পূর্ণিমা অত্যন্ত শুভ।

 

1/5

রাসপূর্ণিমা

Raspurnima

এই বছর রাসপূর্ণিমা পড়েছে ১৫ নভেম্বর। সকাল ৬টা ১৯ মিনিটে। তিথি শেষ হচ্ছে ১৬ নভেম্বর রাত ২ টো। বৃন্দাবন, মথুরা-সহ অন্যান্য বৈষ্ণব মন্দিরে পালিত হয় এই পুণ্যতিথি। জেনে নিন শ্রীকৃষ্ণের প্রিয় রাশি। 

2/5

বৃষরাশি

Taurus

শ্রীকৃষ্ণের খুবই প্রিয় বৃষরাশি। রাসপূর্ণিমার এই পূর্ণ তিথিতে কৃষ্ণের আশীর্বাদে এই রাশির জাতক জাতিকারা সফল হন সব কাজে। জীবনে খ্যাতি আসবে। এই রাশির জাতকরা ঈশ্বরবিশ্বাসী হন। 

3/5

কর্কটরাশি

Cancer

কর্কটরাশির জাতক জাতিকারা অন্যদের প্রতি যত্নশীল। বন্ধুবান্ধবের প্রতি তাঁরা খুবই আবেগপ্রবণ। 

4/5

সিংহরাশি

Leo

সিংহরাশির মানুষদের নেতৃত্বদানের ক্ষমতা প্রশংসনীয়। শ্রীকৃষ্ণের আশীর্বাদে তাঁদের ব্যক্তিত্ব আরও ভালো হয়। 

5/5

তুলারাশি

Libra

তুলারাশির জাতক জাতিকারাও কৃষ্ণভক্ত হয়। সমাজে একটি সম্মানীয় স্থানে থাকেন তাঁরা। কৃষ্ণের আরাধনায় তাঁরা শান্তি লাভ করেন।