Sreemoyee Chattoraj: বেবিমুনে, ফ্লাইটে কোন অভিজ্ঞতায় চমকে ছিলেন 'মম টু বি' শ্রীময়ী?

Sreemoyee Chattoraj | Kanchan Mallick: এতদিন পর শ্রীময়ী জানালেন, তিনি হানিমুন যাননি, গিয়েছিলেন বেবিমুনে। শিশু দিবসের দিন বেবিমুনে যাওয়ার সময় ফ্লাইটের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

Nov 15, 2024, 12:26 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কালীপুজোর পরই জানিয়েছিলেন সুখবর। বিয়ের ন'মাসের মাথায় কন্যা সন্তানের জন্ম কাঞ্চনপত্নী শ্রীময়ী। গর্ভাবস্থায় থাকাকালীন সেই খবর ভাগ করেননি অভিনেত্রী। আবার সেই সময় তিনি গিয়েছিলেন মলদ্বীপে। অনেকেই মনে করেছিল যে, কাঞ্চনের সঙ্গে গিয়েছিলেন মলদ্বীপে।   

2/6

এতদিন পর শ্রীময়ী জানালেন, তিনি হানিমুন যাননি, গিয়েছিলেন বেবিমুনে। শিশু দিবসের দিন বেবিমুনে যাওয়ার সময় ফ্লাইটের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

3/6

সোশ্যাল মিডিয়ায় তিনি ফ্লাইটের খাবারের ট্রে-র ছবি শেয়ার করেছেন। সেখানে রয়েছে একটি আপেল, একটি কলা, খেজুর, মখানা ও দুই ধরনের বিস্কুট। তার সঙ্গে রয়েছে একটি কার্ড।   

4/6

সেখানে লেখা, 'হবু মায়ের উদ্দেশে.. আশা করি আমাদের সঙ্গে সফর করে আপনার ভাল লেগেছে। আপনাকে আর আপনার যে সন্তান আসছে তাঁরা সবাই সুস্থ থাকুন। আপনার মাতৃত্বের যাত্রা শুভ ও সুন্দর হোক।' 

5/6

ছবি শেয়ারের সঙ্গে শ্রীময়ী ক্যাপশনে লেখেন, 'পাঁচ মাসের গর্ভাবস্থায় আমি মলদ্বীপে গিয়েছিলাম বেবিমুনে। সেই সময় ইন্ডোগোর তরফ থেকে দেওয়া গিফট।'

6/6

২ নভেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন শ্রীময়ী চট্টরাজ। মেয়ের নাম রাখেন কৃশভি। বাবা হয়ে খুশিতে আত্মহারা কাঞ্চন। সংবাদমাধ্যমে তিনি বলেন, ঘরে লক্ষ্মী এসেছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছে। শ্রীময়ীকে বলেছিলাম খবরটা চেপে রাখতে। কিন্তু শেষপর্যন্ত তা ফাঁস হয়ে গিয়েছে। মাঝে শ্রীময়ী একটু অসুস্থ হয়ে পড়েছিল। তবে এখনও ওরা দুজনেই সুস্থ রয়েছে।