Telangana Tunnel Collapse: ভয়াবহ ধস! ছাদ ভেঙে সুড়ঙ্গে আটকে কমপক্ষে ৮...

Telangana tunnel collapse: নির্মীয়মাণ সুড়ঙ্গ ভেঙে পড়ে বিপর্যয়। দুর্ঘটনায় কমপক্ষে আটজনের শ্রমিকের আটকে পড়ার খবর পাওয়া গিয়েছে।

Feb 22, 2025, 16:46 PM IST
1/5

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৩-এর ১২ নভেম্বর ভেঙে পড়ে উত্তরকাশীর নির্মীয়মান সিলকারা টানেলের একাংশ। ঘটনার পর প্রায় ১৭ দিন পর উদ্ধার করা হয় ৪০ শ্রমিককে। এবার সেই ছায়াই পড়ল তেলেঙ্গানার নাগরকুরনুল জেলায়।

2/5

জানা গিয়েছে, শনিবার এলাকায় নির্মীয়মান সুড়ঙ্গের একটি অংশ ধসে পড়ে। সেখানে কমপক্ষে আটজন শ্রমিক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যেই উদ্ধারকাজ চলছে। 

3/5

পুলিস সূত্রে খবর, কাজ শুরু হওয়ার কয়েকদিন পরেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার মুহূর্তে বেশিরভাগ শ্রমিক সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু কমপক্ষে আটজন শ্রমিক আটকে পড়েছে বলে জানা যায়। 

4/5

আরও জানা গিয়েছে, শ্রীশৈলম বাঁধের পিছনে সুড়ঙ্গের একটি অংশে কিছু শ্রমিক লিকেজ মেরামত করতে গিয়ে ধসের ঘটনাটি ঘটে।

5/5

এই ঘটনার পরেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জেলাশাসক, পুলিস সুপার, দমকল আধিকারিক এবং সেচ দফতরের কর্তাদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।