Congress-র বিপদের ত্রাতা, যাঁদের অভাব হাড়েহাড়ে টের পাচ্ছে 'Sonia-র দল'?
সংকট কংগ্রেসের অন্দরে নতুন না হলেও তাদের ক্রাইসিস ম্যানেজার না থাকা এই দলের কাছে অবশ্যই নতুন।
অনুষ্টুপ রায় বর্মণ: ভারতীয় জনতা পার্টির (BJP) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (NDA) কাছে কংগ্রেস (Congress) শুধুমাত্র ভারতীয় রাজনীতিতে তার কেন্দ্রীয় ভূমিকা হারিয়েছে তাই নয়, তারা তাদের অন্যতম গুরুত্বপূর্ণ সেন্টার-লেফট কর্মসূচির আদর্শ বাহক হিসাবে অবস্থান ছেড়ে দিয়েছে অপেক্ষাকৃত নবীন আমি আদমি পার্টির (AAP) কাছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দ্বন্দে জর্জ্জরিত দেশের এই প্রাচীন পার্টিতে প্রায় রোজই কোনো না কোনো নেতা দলের বিরুদ্ধে অথবা নেতৃত্বের অভাবের বিরুদ্ধে মুখ খুলছেন এবং দল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন। এই সংকট কংগ্রেসের অন্দরে নতুন না হলেও তাদের ক্রাইসিস ম্যানেজার না থাকা এই দলের কাছে অবশ্যই নতুন। একসময়ে যে দলে ক্রাইসিস ম্যানেজমেন্ট করেছেন ভারতীয় রাজনীতির চাণক্য প্রণব মুখার্জি অথবা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী কামরাজের মতো নেতা সেখানে এই মুহূর্তে প্রতিদিন এই ক্রাইসিস ম্যানেজারের অভাবকেই কাজে লাগাচ্ছেন নতুন চাণক্য BJP-র অমিত শাহ।
অসম্ভবকে সম্ভব করেছেন যিনি
![অসম্ভবকে সম্ভব করেছেন যিনি man made could do impossible](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/10/16/350175-crisis-manager-ahmed-patel.jpg)
ত্রাতা
![ত্রাতা saviour](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/10/16/350174-congress-leader-ahmed-patel.jpg)
TRENDING NOW
বাঙালির বুদ্ধি
![বাঙালির বুদ্ধি intellect of bengali](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/10/16/350173-president-pranab-mukherjee.jpg)
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বরিষ্ঠ কংগ্রেস নেতা মূলত বর্তমান সময়ের চানক্য নামেই পরিচিত। জাতীয় কংগ্রেসের বিভিন্ন কঠিন সময়ে বৈতরণী পার করার দায়িত্ব বর্তেছে তার উপরে। একটা সময়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছিলেন যে তিনি হয়তো ভারতের প্রধানমন্ত্রী হবেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় তাকে রাষ্ট্রপতি করা হয়। অনেকেই সেই সময়ে মনে করেন রাহুল গান্ধীকে জায়গা করে দিতেই এই ব্যবস্থা করা হয়।
চাণক্য
![চাণক্য chanakya](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/10/16/350172-pranab-mukherjee-with-indira-gandhi.jpg)
সাম্প্রতিকতম নেতৃত্ব
![সাম্প্রতিকতম নেতৃত্ব latest leaders](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/10/16/350171-kc-venugopal.jpg)
গান্ধী পরিবারের বিস্বস্ত সৈনিকদলের অন্দরে রদবদল
![গান্ধী পরিবারের বিস্বস্ত সৈনিকদলের অন্দরে রদবদল gandhi family loyalist](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/10/16/350170-congress-leader-kc-venugopal.jpg)
দলের অন্দরে রদবদল
![দলের অন্দরে রদবদল changes within the party](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/10/16/350169-k-kamaraj.jpg)
কামরাজ কংগ্রেসের অন্দরে অন্যতম একটি সমস্যার সমাধানে গুরুদায়িত্ব পালন করেছেন। কংগ্রেস যখনই সমস্যায় পড়েছে তারা অতীতের সমাধান দেখে নতুন সমাধান খুঁজেছে। এই অতীত সমাধানের মধ্যে অন্যতম কামরাজ প্ল্যান। ৫৮ বছর আগে মাদ্রাজের তৎকালীন মুখ্যমন্ত্রী কুমারস্বামী কামরাজ কংগ্রেস এবং সরকারকে পুনরায় শক্তিশালী করার নীলনকশা হিসেবে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কাছে একটি প্রস্তাব দেন। কামরাজের প্রস্তাব অনুসারে, সরকারে থাকা নেতারা তাদের মন্ত্রীর দপ্তর ছেড়ে সাংগঠনিক কাজ শুরু করবেন, যখন সংগঠনের লোকেরা সরকারে যোগ দেবে।
অতীতের শিক্ষা
![অতীতের শিক্ষা teachings of history](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/10/16/350168-k-kamaraj-with-indira-gandhi.jpg)
২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের পতন এবং রাহুল গান্ধীর দলীয় প্রধান পদ থেকে পদত্যাগের পর থেকে কামরাজ পরিকল্পনা আবার আলোচনায় ফিরে এসেছে। এআইসিসি (AICC) রেজোলিউশন ১০ আগস্ট, ১৯৬৩-তে কামরাজ পরিকল্পনা অনুমোদন করে। রাষ্ট্রবিজ্ঞানী রজনী কোঠারী, ভারতে রাজনীতিতে লিখেছেন যে, "পরিকল্পনাটি একদিকে, প্রধানমন্ত্রী নেহরুকে সরকারে ব্যাপকভাবে বদল করার সুযোগ দিয়েছে। কিন্তু অন্যদিকে সরকারের সাথে দলীয় সংগঠনের সমান মর্যাদার নীতি নিশ্চিত করা হয়েছে”।
খালিস্তানের সমাধান
![খালিস্তানের সমাধান end of khalistani movement](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/10/16/350167-siddhartha-shankar-ray-with-indira-gandhi.jpg)
পশ্চিমবঙ্গ থেকে দিল্লি
![পশ্চিমবঙ্গ থেকে দিল্লি From West Bengal to Delhi](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/10/16/350166-siddhartha-shankar-roy-with-jyoti-basu.jpg)