EXPLAINED | Indian Anchor Yesha Sagar Quits BPL: 'সেই প্রস্তাবেও...'! বিস্ফোরক সুন্দরী ভারতীয় হোস্ট, কেন মাঝপথেই ছাড়লেন বাংলাদেশ?

Indian Anchor Yesha Sagar Quits BPL: কেন বাংলাদেশে নিরাপদ বোধ করেননি ভারতীয়-কানাডিয়ান হোস্ট ইয়েশা সাগর

Feb 12, 2025, 19:42 PM IST
1/7

বাংলাদেশ প্রিমিয়র লিগ

Bangladesh Premier League

ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ধাঁচে বাংলাদেশও শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়র লিগ! কিন্তু যত দিন যাচ্ছে সেদেশের ক্রিকেট বোর্ড বুঝতে পাচ্ছে যে, কাক যতই ময়ূরের পেখম পরে, ময়ূর হওয়ার চেষ্টা করুক না কেন, সে কাক-ই থাকে! বদলের বাংলাদেশে ফের খবরে 'বেতনহীন বিপিএল'!  

2/7

বেতনহীন বিপিএল

BPL Payment Crisis

২০১২ ও ২০১৩ সালে দেখেছে বিপিএলের প্রথম দুই সংস্করণ। সেখানে বহু খেলোয়াড়ের পারিশ্রমিক বকেয়া ছিল। ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে ঠিকমতো পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ এনেছিলেন তাঁরা। দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক মরসুমের জন্য টুর্নামেন্ট স্থগিতও করেছিল। ২০২৫ সালে ফের  বেতন দিতে নাজেহাল বিপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি! এই মর্মে দুর্বার রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ ও ফর্চুন বরিশালের দাউইদ মালান ধুয়ে দিয়েছিলেন। এবার তালিকায় ভারত-কানাডিয়ান সুন্দরী সঞ্চালিকা ইয়েশা সাগর।   

3/7

ইয়েশা সাগরের সঙ্গে চট্টগ্রাম কিংসের চুক্তি

Yesha Sagar Blasts Chattogram Kings

মডেল-হোস্ট ইয়েশা বিপিএলে চুক্তিবদ্ধ হয়েছিলেন চট্টগ্রাম কিংসের সঙ্গে। সেই চুক্তি সংক্রান্ত বিরোধিতায় এবার সুন্দরী সঞ্চালিকা বিপিএলের মাঝপথেই বাংলাদেশ ছাড়লেন। চট্টগ্রাম কিংসের খেলা থাকলে ম্যাচের আগে এবং ম্যাচের পরে উপস্থাপনার দায়িত্ব যেমন ছিল ইয়েশার উপর, তেমনই স্পনসরশিপ-সম্পর্কিত কাজের দায়িত্বও ছিল ইয়েশার।  

4/7

ইয়েশা সাগর বনাম চট্রগ্রাম কিংস

 Yesha Sagar Vs Chattogram Kings

চুক্তিতে না মানার জেরে এই ইয়েশাকে আইনি নোটিস পাঠিয়েছে চট্রগ্রাম কিংস। দলের মালিক সমীর কাদের চৌধুরি চুক্তির ৯ নম্বর ধারা দেখিয়ে ইয়েশার বিরুদ্ধে কর্তব্য পালনে ব্যর্থতার অভিযোগ এনেছেন। স্পনসরদের নৈশভোজে আনুষ্ঠানিক আমন্ত্রণে অংশ না নেওয়ার পাশাপাশি প্রমোশনাল শ্যুট শেষ না করারও অভিযোগ ইয়েশার বিরুদ্ধে। সমীরের যুক্তি ইয়েশার কারণেই তাঁর দলের আর্থিক এবং সুনামের ক্ষতি হয়েছে। নোটিসের জবাব না দিয়েই টুর্নামেন্ট ছেড়ে বেরিয়ে এসেছেন ইয়েশা।

5/7

বিস্ফোরক ইয়েশা সাগর

Yesha Sagar On Social Media

কিংসের বিরুদ্ধে একঝাঁক অভিযোগ এনেছেন ইয়েশা। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটালেন তিনি। ইয়েশা লেখেন, 'চট্টগ্রাম কিংসের থেকে পেমেন্ট দেরিতে পেয়েছিলাম এবং আংশিকভাবে এখনও পরিশোধ করা হয়নি। আমাকে তাদের এক পার্টনারের বিজ্ঞাপনে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা আমার চুক্তির অংশ ছিল না। ওদিকে আমার ভিসার মেয়াদ ১৯ জানুয়ারি পর্যন্ত ছিল। বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও, তা আর বাড়ানো হয়নি। তারা দু'সপ্তাহ ধরে আমার পাসপোর্ট আটকে রেখেছিল, প্রতিবারই পরস্পরবিরোধী উত্তর দিয়েছে আমায়। বারবার খোঁজখবর নেওয়ার পর, অবশেষে ভিসা ছাড়াই আমি পাসপোর্টটি ফেরত পেয়েছি। যে রাতে পাসপোর্ট পেলাম, ঠিক সেই রাতেই আমি আইনি নোটিসও পেলাম! যা অত্যন্ত অনুপযুক্ত এবং আমার মূল চুক্তির সঙ্গে যা বিরোধী। যা কিছু ঘটছিল বিপিএলে, তা বিবেচনা করে এবং ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে বাংলাদেশে আছি জেনেও, নিরাপদ বোধ করিনি সেখানে থাকা। কয়েকজন স্থানীয় শুভাকাঙ্ক্ষীর পরামর্শ নিয়েই ফিরে আসার সিদ্ধান্ত নিই।'   

6/7

কে ইয়েশা সাগর?

Who is Yesha Sagar?

ইয়েশা ক্রিকেট উপস্থাপক, অভিনেত্রী এবং মডেল, যাঁর আদি বাড়ি পঞ্জাবে। লুধিয়ানার খালসা কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর, ইয়েশা কানাডার টরন্টোতে পাড়ি জমান। ওন্টারিওর সেনেকা কলেজে পরবর্তী পর্যায়ে পড়াশোনা করেন। কলেজে পড়ার সময়েই মডেলিং জগতে পা রাখেন এবং পরবর্তীতে পাঞ্জাবি বিনোদন জগতে কাজ করেন। একাধিক পঞ্জাবি মিউজিক ভিডিয়োতে ঝড় তোলার জন্য তিনি রীতিমতো পরিচিত মুখ। বিখ্যাত পঞ্জাবি শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। গিপ্পি গ্রেওয়াল থেকে শুরু করে পারমিশ ভার্মা, বাবু মান এবং আরও অনেকে রয়েছেন তালিকায়। সম্প্রতিইয়েশা কমেডিয়ান কপিল শর্মার সঙ্গেও 'গিল্ট' মিউজিক ভিডিয়োতে কাজ করেছেন।    

7/7

ইয়েশা সাগরের ক্রিকেটীয় যাত্রা

Yesha Sagar As Fitness enthusiast

বিপিএলই কিন্তু ইয়েশার প্রথম ক্রিকেট অ্যাসাইনমেন্টে নয়, গ্লোবাল টি-২০ কানাডা ও ইউপি টি-২০ লিগে তিনি কাজ করেছেন। ইয়েশা বোল্ড লুকে ও সাহসী পোশাকে ইনস্টাগ্রামে আগুন জ্বালিয়ে দেন। তাঁর বালুঘড়ির মতো শরীর ভক্তদের হৃদয়ে ধেয়ে আনে সুনামি। ১.১ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে ইয়েশার। ফিটনেস ফ্রিক ইয়েশা ম্যাগনাম নিউট্রাসিউটিক্যালস, রিভাইভ সুপারফুডস এবং প্রিসিশন নিউট্রিশনের মতো কোম্পানিগুলির সঙ্গে কাজ করেন...