Bengal Budget 2025: ৪ শতাংশ বাড়ছে ডিএ, বড় ঘোষণা রাজ্য বাজেটে! বাড়ল না লক্ষ্মীর ভান্ডারের টাকা...

Bengal Budget 2025: রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। ডিএ বেড়ে কত হল? কবে থেকে কার্যকর হবে নয়া হারে ডিএ?

Feb 12, 2025, 16:49 PM IST
1/6

রাজ্য বাজেট ২০২৫: বাড়ছে ডিএ, বাড়ল না লক্ষ্মীর ভান্ডার

Bengal Budget 2025

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৬ বিধানসভা ভোটের আগে মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেটে ডিএ ও লক্ষ্মীর ভান্ডার নিয়ে কী ঘোষণা করা হয়, সেদিকে নজর ছিল সবার-ই। 

2/6

রাজ্য বাজেট ২০২৫: বাড়ছে ডিএ, বাড়ল না লক্ষ্মীর ভান্ডার

Bengal Budget 2025

প্রত্যাশা মতোই রাজ্য বাজেটে বড় ঘোষণা। ডিএ বাড়ানোর কথা ঘোষণা হল রাজ্য বাজেটে। রাজ্য সরকারি কর্মীদের জন্য রাজ্য বাজেটে ৪ শতাংশ ডিএ বাড়ানোর প্রস্তাব অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের।

3/6

রাজ্য বাজেট ২০২৫: বাড়ছে ডিএ, বাড়ল না লক্ষ্মীর ভান্ডার

Bengal Budget 2025

এরফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেড়ে হল ১৮ শতাংশ। ছাব্বিশের ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। চলতি বছরের ১ এপ্রিল থেকেই কার্যকর হবে বর্ধিত হারে ডিএ। 

4/6

রাজ্য বাজেট ২০২৫: বাড়ছে ডিএ, বাড়ল না লক্ষ্মীর ভান্ডার

Bengal Budget 2025

তবে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ছে না। অনেকেই ভেবেছিলেন, দিল্লি নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে হয়তো লক্ষ্মীর ভান্ডারের টাকাও বাড়ানোর কথা ঘোষণা করবে মমতা সরকার। তবে বাজেটে দেখা গেল, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ছে না।

5/6

রাজ্য বাজেট ২০২৫: বাড়ছে ডিএ, বাড়ল না লক্ষ্মীর ভান্ডার

Bengal Budget 2025

এর পাশাপাশি, আশা ও অঙ্গন‌ওয়াড়ি কর্মীদের মোবাইল দেওয়ার জন্য ২০০ কোটি বরাদ্দ। সেইসঙ্গে বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তার বাড়ির জন্য ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হল।

6/6

রাজ্য বাজেট ২০২৫: বাড়ছে ডিএ, বাড়ল না লক্ষ্মীর ভান্ডার

Bengal Budget 2025

চন্দ্রিমা ভট্টাচার্য আরও ঘোষণা করেন, চা শিল্পে এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স ছাড়ের স্কিম। এই সুবিধা চালু হয়েছিল। এই সুবিধা আরও এক বছর বাড়িয়ে ২০২৬ সালের ৩১ মার্চ অবধি করা হল।