1/5
নিজস্ব প্রতিবেদন: বর্ষাকাল মানেই চুল পড়ার সমস্যা। একদিন শ্যাম্পু না করলেই তেল তেল করছে গোড়া। যাঁদের পাতলা চুল তাঁদের তো দুঃখের শেষ নেই। চিরুনি চুলে দিলেই হল, গুচ্ছ গুচ্ছ চুল ঝড়ে পড়তে থাকে। সুতরাং, আপনার চুলে যে ওই তেল তেলে ভাব আসছে সেটি দূর করতে হবে। সেটি দূর করতে যে শ্যাম্পুই একমাত্র কার্যকর এমন ভাবাটা ভুল। কারণ, আবার একদিন যেতে আবার সেই সমস্যা ফিরে আসবে। সুতরাং চুলের যত্ন নিতে হবে। এখন বাড়িতেই থাকতে হচ্ছে তাই। বর্ষায় চুলের যত্ন নেওয়ার জন্য সময় থাকছে হাতে। খুব সহজ পদ্ধতিতে চুলের যত্ন নিন।
2/5
১) সপ্তাহে অন্তত ২দিন মাথায় তেল দিন- চুলের যত্ন নিতে এই উপায়টি একেবারে আদি। এখনও সবাই অক্ষরে অক্ষরে মেনে চলেন। তা হল, প্রতি সপ্তাহে অন্তত দুদিন মাথায় তেল দেওয়া। অলিভ অয়েল (জলপাইয়ের তেল) চুলের পুষ্টির জন্য খুবই উপকারি। এই তেল সপ্তাহে অন্তত দুদিন ব্যবহার করলে চুলের গোড়া যেমন মজবুত হবে, তেমনি চুলের উজ্জ্বলতাও বাড়বে।
photos
TRENDING NOW
3/5
4/5
5/5
photos