Weather Today: বসন্তের আমেজ বাংলায়, নেই বৃষ্টির পূর্বাভাস

Mar 09, 2022, 09:04 AM IST
1/5

আবহাওয়া

temperature

বসন্ত এসে গেছে বাংলায়। সকালে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে বাড়বে উষ্ণতা। আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। 

2/5

কলকাতার আবহাওয়া

weather in kolkata

সকালে সামান্য কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। তাপমাত্রা কিছুটা বাড়বে। আজ সকালে শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি। গতকাল কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রী। জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ। ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি শহরে। 

3/5

দক্ষিনবঙ্গের আবহাওয়া

weather in south bengal

দক্ষিণবঙ্গে আপাতত জলীয়বাষ্প কম থাকায় অস্বস্তির সূচক নিচে থাকবে। জেলায় জেলায় শীতের আমেজ কিছুটা বেশি হলেও কলকাতা সহ শহর ও শহরতলীতে শীতের আমেজ খুব সামান্যই অনুভূত হবে।

4/5

উত্তরবঙ্গের আবহাওয়া

North Bengal weather

উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিন। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ হালকা। বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে সঙ্গে গরম। 

5/5

দেশের আবহাওয়া

weather in other states

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা তুষারপাত ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে হালকা তুষারপাতের সম্ভাবনা আছে। এই রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ে। অক্ষরেখার প্রভাবে এবং ঘূর্ণাবর্তের জেরে আগামী চার পাঁচ দিন বৃষ্টি হবে কেরল এবং কর্ণাটক উপকূল এলাকায়। বৃহস্পতি, শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া বইবে মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়।