EXPLAINED | Terror Threat Over Champions Trophy 2025: ISIS আতঙ্কে কাঁপছে চ্যাম্পিয়ন্স ট্রফি! অপহৃতদের তালিকা তৈরি, ভয়ংকর ফাঁদে রোহিতরাও?

 Terror Threat Over Champions Trophy 2025: সন্ত্রাস আতঙ্কে কাঁপছে চ্যাম্পিয়ন্স ট্রফি! তৈরি অপহরণের নীলনকশা...  

Feb 25, 2025, 19:10 PM IST
1/7

সন্ত্রাস-পাকিস্তান

Terror And Pakistan

সন্ত্রাস (Terror) আর পাকিস্তান (Pakistan) সমার্থক একথা আজ সারা বিশ্ব জানে। আটারির ওপারের দেশ যেন জঙ্গিদের আঁতুড়ঘর।   

2/7

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

Champions Trophy 2025

গত ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান-দুবাই একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ৯ মার্চ পর্যন্ত চলবে আইসিসি-র শোপিস ইভেন্ট। 

3/7

সন্ত্রাস আতঙ্কে কাঁপছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি!

Terror Threat Over Champions Trophy 2025

পাকিস্তানে আইসিসি-র টুর্নামেন্ট শেষবার হয়েছিল ১৯৯৬ সালে। বিশ্বকাপ আয়োজনের ২৮ বছর পর ফের এত বড় টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পিসিবি। এই টুর্নামেন্ট গ্রুপ পর্যায় পেরোনোর আগেই সন্ত্রাস আতঙ্কে কেঁপে গেল!      

4/7

পাকিস্তান ইন্টেলিজেন্স ব্যুরো

 Pakistan Intelligence Bureau

'অ্যাক্টিভ কর্ভাট গ্রুপস' ওরফে সক্রিয় গোপন গোষ্ঠী চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সন্ত্রাসের নীলনকশা তৈরি করে ফেলেছে। পাকিস্তান ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) এই মর্মে হাই অ্যালার্ট জারি করেছে। গতবছর ডিসেম্বরে প্রতিযোগিতার সূচি ঘোষিত হয়ে গিয়েছিল। ৮ দলীয় লড়াই হবে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউ জ়িল্যান্ডকে নিয়ে একটি গ্রুপ। অপর গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। ভারত বাদে বাকি ৭ দেশই পাকিস্তানে খেলছে। ভারত যেহেতু পাকিস্তানে খেলতে যাবে না, সেহেতু আইসিসি নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে সবুজ সংকেত দিয়েছে। হাইব্রিড মডেলে হচ্ছে টুর্নামেন্ট।    

5/7

পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন

Pakistani Terrorist Organization

একাধিক রিপোর্ট বলছে যে, বড় কিছু ঘটানোর ষড়যন্ত্র করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি), আইসিসি ও একাধিক বেলুচিস্তান-ভিত্তিক একাধিক সন্ত্রাসবাদী সংগঠনের। শামিল হয়েছে ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ (আইএসকেপি)। এটি সালাফি জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটের একটি আঞ্চলিক শাখা যা দক্ষিণ-মধ্য এশিয়া, প্রাথমিকভাবে আফগানিস্তান এবং পাকিস্তানে সক্রিয়। মূলত বিদেশিদের অপহরণেরই ছক কষেছে তারা।  

6/7

পাকিস্তান আরও জোরাল করল নিরাপত্তা বাহিনী

Pakistan has further strengthened its security forces

সন্ত্রাসের আবহে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আরও সক্রিয় হয়েছে। রেঞ্জার এবং স্থানীয় পুলিস আরও বেশি করে মোতায়েন করে তৎপরতা শুরু করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আয়োজনক করছে পাকিস্তানের তিনটি শহর-লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি। সেখানকার খেলোয়াড়দের নিরাপত্তা আরও বেড়েছে। পাক মিডিয়ার প্রতিবেদন বলছে, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে ম্যাচ চলাকালীন ১২,০০০ পুলিস মোতায়েন থাকবে। যাঁদের ভিতর উচ্চপদস্থ কর্তারাও আছেন। তালিকায় ১৮ জন সিনিয়র অফিসার, ৫৪ জন ডিএসপি, ১৩৫ জন ইনস্পেক্টর, ১২০০ জন উচ্চপদস্থ কর্তা, ১০৫৫৬ জন কনস্টেবল এবং ২০০-রও বেশি মহিলা পুলিস কর্তা থাকবেন।  

7/7

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স

Pakistan International Airlines

নিরাপত্তা কর্মীদের পাশাপাশি, পিসিবি দেশের জাতীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সকে (পিআইএ) বলে দিয়েছে ক্রিকেট ভক্ত ও অংশগ্রহণকারী দলগুলির জন্য বিশেষ চার্টার ফ্লাইটের ব্যবস্থা করতে। টুর্নামেন্ট জুড়ে খেলোয়াড় এবং অন্যান্য উচ্চপদস্থ অতিথিদের জন্য মসৃণ পরিবহন নিশ্চিত করতে এই ফ্লাইটগুলি করাচি, ইসলামাবাদ এবং লাহোরের মধ্যে চলাচল করবে বলেই জানা গিয়েছে। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের ক্ষেত্রে নিরাপত্তা সবচেয়ে বড় উদ্বেগের বিষয়! বিশেষ করে ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের সঙ্গে যা ঘটেছিল তারপর থেকে। যদিও ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান ভ্রমণ করতে রাজি হয়নি, পিসিবি দাবি করেছিল যে, তারা বাকি সফরকারী দলগুলির জন্য পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে।