Jalpaiguri: একপাশে ছাল, অন্যদিকে টুকরো-টুকরো দেহাংশ! বাজারে দোকান সাজিয়ে কুকুরের মাংস বিক্রি...

Dog Killed: বাজারে দোকান সাজিয়ে সারমেয় মাংস বিক্রি! আটক এক ব্যক্তি। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকার ঘটনায় চাঞ্চল্য।

Jan 16, 2025, 20:04 PM IST
1/6

প্রদ্যুত্‍ দাস: সারমেয় মেরে মাংস বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে এসেছে। ঘটনা জানাজানি হতেই হইচই পড়ে যায় বাজারে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি বাজারে। 

2/6

জানা গিয়েছে, এদিন পানবাড়ি বাজারে ছিল হাট বার। অভিযোগ, এক ব্যক্তি রীতিমত সারমেয়কে  মেরে , ছাল পাশে রেখেই মাংস বলে বিক্রি করতে শুরু করে। আর সেই সারমেয় মাংস দেখে বাজারে মানুষ ভিড় জমায়। ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে যায় বাজারে। 

3/6

স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিস। পুলিস গিয়ে সেই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনা এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

4/6

পুলিস সূত্রে খবর, ওই ব্যক্তির বাড়ি রামশাইয়ের হাতিপোতা এলাকায়। ব্যক্তি মানসিক ভারসাম্যহীন তাই নিজের বাড়ির পোষা সারমেয়কে মেরে নিয়ে এসেছিল। বাজারে বিক্রি করার সময় জনগণ হাতেনাতে ধরে ফেলে বলে জানা যায়। খবর দেওয়া হয় পুলিসকে।

5/6

এই ঘটনায় ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন, 'অমানবিক ঘটনা। এরকমভাবে একটি সারমেয়কে কেটে বাজারে বসে মাংস বিক্রি করা এটা মারাত্মক অপরাধ। এবং নিন্দনীয় ঘটনা। এটার আমরা প্রতিবাদ করছি। এবিষয়ে আমরা যা শুনেছি সেই ঘটনার অবাক করার মতন ঘটনা। এ ব্যাপারে আমরা বিষয়টি তদন্ত করে দেখব। এই ব্যক্তির উপরে প্রশাসনের রাখা উচিত। আজকের এধরনের ঘটনার পর আবারও অন্য যেকোনও অন্য ধরনের বড়সড়  দুর্ঘটনা ঘটাতে পারে।'

6/6

যদিও এবিষয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, ওই ব্যক্তি মানসিকভাবে সুস্থ নয়। খবর পেয়ে আটক করে নিয়ে আসা হয় বলে জানান আই সি ময়নাগুড়ি।