Saif Ali Khan Net Worth: সইফ-করিনার মোট সম্পত্তির পরিমাণ কত? ৮০০ কোটির পতৌদি প্যালেস থেকে গর্বের গাড়িশাল
Saif Ali Khan And Kareena Kapoor Khan Net Worth: সইফ-করিনার মোট সম্পত্তির পরিমাণ চমকে দেওয়ার মতোই। পতৌদি প্যালেসেরই দাম ৮০০ কোটি টাকা
1/6
সংবাদের শিরোনামে সইফ আলি খান
বৃহস্পতিবার সকাল থেকেই সংবাদের শিরোনামে সইফ আলি খান। বলিউড নক্ষত্র ও নবাব এখন গুরুতর আহত হয়ে হাসাপাতালে চিকিত্সাধীন। বুধবার রাত ৩টেয় বান্দ্রা ওয়েস্টে সইফের আটতলার ফ্ল্যাটে ঢুকে পড়েন এক দুষ্কৃতী। বচসা থেকে শুরু হয় হাতাহাতি। উত্তেজনার বশে সইফ আলি খানকে ধারাল অস্ত্র দিয়ে ৬ বার কোপ মারে সে। পুরো ঘটনায় দেশের বুক কেঁপে গিয়েছে।
2/6
সইফ-করিনার মোট সম্পত্তির পরিমাণ
photos
TRENDING NOW
3/6
করিনা কাপুর খানের মোট সম্পত্তির পরিমাণ
4/6
পতৌদি প্যালেস
5/6
পতৌদি প্যালেস
পতৌদি প্যালেসের আনুমানিক মূল্যায়ন ৮০০ কোটি টাকার কাছাকাছি। ১৯৩০ সালে সইফের ঠাকুরদা তথা পতৌদির নবাব ইফতিখার আলি খান এই বাড়ি তৈরি করেছিলেন। তবে মনসুর আলি খানের প্রয়াণের পর এই জমিটি লিজ দেওয়া হয় একটি হোটেল চেইনকে। ফলে উত্তরাধিকার সূত্রে সইফ এই প্রাসাদ মোটেই পাননি। তাঁকে নতুন করেই সেই হোটল চেইনের থেকে পতৌদি প্য়ালেস কিনতে হয়েছে। তবে ঠিক কেনা নয় তিনি লিজটা বুঝে নিয়েছিলেন। সইফ নিজেই এক সাক্ষাৎকারে সেকথা জানিয়ে ছিলেন।
6/6
সইফ আলি খানের গর্বের গাড়িশাল
সইফ আলি খানের গ্যারেজে কী না রয়েছে! তালিকায় রয়েছে Ford Mustang GT (৭৭ লাখ টাকার কাছাকাছি), Range Rover Vogue (২ কোটি ৩৬ লাখ থেকে প্রায় ৫ কোটি টাকা পর্যন্ত দাম), Land Rover Defender (১ কোটি ৪ লাখ টাকা থেকে ২.৮৫ কোটি টাকা) Mercedes S Class (১.৭৭ কোটি টাকা থেকে ৩.৩০ কোটি টাকা) Audi R8 (২.৩০ কোটি টাকা থেকে ২.৭২ কোটি টাকা)
photos