Team India Batting Coach: ১১ হাজার রানের সঙ্গে ১৮ সেঞ্চুরি! ভারতের নতুন ব্যাটিং কোচ কে? কাজ শুরু করছেন ইডেনে
Team India Batting Coach: বর্ডার-গাভাসকর ট্রফিতে ভরাডুবির পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড নড়েচড়ে বসল!
1/6
টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফ
2/6
কে বিরাট-রোহিতদের ব্যাটিং দেখছেন?
এখন প্রশ্ন হচ্ছে যে, রোহিতদের ব্যাটিং কোচ তাহলে কে, এই বিষয়ে কিন্তু কোনও স্বচ্ছতা নেই। রাহুল দ্রাবিড়ের জমানায় ভারতের নির্দিষ্ট ভাবে ব্যাটিং কোচ হিসেবে ছিলেন বিক্রম রাঠোর। কিন্তু তারপর থেকে এই দায়িত্বে সেভাবে কেউ নেই। বর্ডার-গাভাসকর ট্রফিতে চরম ব্যাটিং বিপর্যয়ের পরেই সম্ভবত টনক নড়ল ভারতীয় ক্রিকেট বোর্ডের। এই মুহূর্তে একাধিক মিডিয়ার রিপোর্ট যে, ভারত নতুন ব্যাটিং কোচ হিসেবে বেছে নিয়েছে সীতাংশু কোটাককে। চেনা মুখেই আস্থা রাখল বিসিসিআই।
photos
TRENDING NOW
3/6
ভারত বনাম ইংল্যান্ড
বর্ডার-গাভাসকর ট্রফির পর একটা ছোট্ট বিরতিতে রয়েছে টিম ইন্ডিয়া। এবার ভারতের সামনেই রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি ও ৩ ম্যাচের ওডিআই সিরিজ। ২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের শুভারম্ভ। শেষ খেলা ২ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আগামী ১৮ জানুয়ারি সূর্যকুমার যাদবরা চলে আসছেন কলকাতায়। কলকাতায় টিম ইন্ডিয়া তিন দিনের শিবির করবে। আর এখানেই গৌতম গম্ভীরদের সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দেবেন সীতাংশু।
4/6
বিসিসিআই রিভিউ বৈঠক
গত রবিবার মুম্বইয়ে বিসিসিআই এক বিশেষ বৈঠক ডেকেছিল। বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনির নেতৃত্বে সেই বৈঠকে ছিলেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা, নবনিযুক্ত বিসিসিআই সচিব দেবজিত্ সইকিয়া, ডাকা হয়েছিল দলের হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মাকেও। অস্ট্রেলিয়ার মাটিতে ভরাডুবি এবং ভারতীয় ক্রিকেটের আগামীর নীলনকশা তৈরি করতেই প্রায় দুই ঘণ্টা ধরে চলেছিল এই রিভিউ সেশন! যেখানে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের ভরাডুবির ময়নাতদন্ত হওয়ার পাশাপাশি আগামীর রূপরেখাও তৈরি হয়। সেখানেই সীতাংশুকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করার কথা ওঠে।
5/6
কে সীতাংশু কোটাক?
সীতাংশু হরগোবিন্দভাই কোটাক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং বেশ দক্ষ কোচ। সীতাংশু ১৯৭২ সালের ১৯ অক্টোবর গুজরাতের রাজকোটে জন্মগ্রহণ করেন। তিনি মূলত ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের হয়ে বাঁ-হাতি ব্যাটার হিসেবে খেলেছেন। তিনি ১৯৯২-৯৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত গুজরাতের হয়ে খেলেছেন। ২১ বছরের ক্রিকেট কেরিয়ারে কোটাক ১৩০টি প্রথম-শ্রেণির ম্যাচে ৪১.৭৬ গড়ে ৮,০৬১ রান করেছেন, যার মধ্যে ১৫টি সেঞ্চুরি এবং ৫৫টি অর্ধ-শতক রয়েছে। ৮৯টি লিস্ট এ ম্যাচে সীতাংশু ৪২.২৩-এর গড়ে ৩০৮৩ রান করেছেন। রয়েছে ৩টি সেঞ্চুরি ও ২৬টি হাফ-সেঞ্চুরি। ৯টি টি-২০ ম্যাচে সীতাংশু করেছেন ১৩৩। বল হাতেও অবদান রেখেছেন সীতাংশু। প্রথম-শ্রেণির ম্যাচে তাঁর রয়েছে ৭০টি উইকেট, লিস্ট এ ম্যাচে নিয়েছেন ৫৪টি উইকেট।
6/6
হেড কোচ হিসেবে সীতাংশু কোটাক
ক্রিকেটকে অবসর জানিয়ে সীতাংশু কোচিংয়ে অভিষেক করেন। ঘরোয়া কোচিংয়ে সুনাম অর্জন করেছেন। ২০২০ সালে রঞ্জিজয়ী সৌরাষ্ট্র দলের প্রধান কোচ ছিলেন সীতাংশুই। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ব্যাটিং কোচ নিযুক্ত হওয়ার পরই তাঁর কোচিং দক্ষতার স্বীকৃতি পেয়েছিল। সীতাংশু ভারত 'এ' দলের প্রধান কোচও ছিলেন, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সফর রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৭ সালের আইপিএলে তিনি অধুনা বিলুপ্ত গুজরাট লায়ন্স ফ্র্যাঞ্চাইজির সহকারি কোচও ছিলেন। ভারতীয় ক্রিকেটের সঙ্গে সীতাংশুর সম্পর্ক বহু বছরেরই।
photos