লাল পাড়-সাদা শাড়ি অতীত, স্যানিটাইজার-রাসায়নিকে পিপিই-তে সিঁদুর খেলা কলকাতায়

Oct 28, 2020, 15:15 PM IST
1/3

অয়ন ঘোষাল: মায়ের বরণে সিঁদুর খেলা যাবে না। রয়েছে সংক্রমণের ভয়। হাজারও বাধা, স্বাস্থ্যবিধি মেনে চলছে প্রতিমা নিরঞ্জন। মণ্ডপে প্রবেশ করে সিঁদুর খেলা যাবে না। কারণ, সামাজিক দূরত্ব নিয়ে হাইকোর্টের বিধি ভঙ্গ হয়ে যাবে। তার ওপর সিঁদূর খেলতে গিয়ে সংক্রমণ ছড়িয়ে পড়ার ষোলো আনা আশঙ্কাতো রয়েছে। তাই অভিনব উপায় ভেবে বের করল বিবেকানন্দ রোডের সিমলা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব।

2/3

তাঁরা এবার মায়ের বরণের আগে স্যানিটাইজার এবং বিশেষ ধরনের এক পাউডার রাসায়নিক মিশিয়ে নিল সিঁদূরে। যারা মেশালেন, তাঁরা পাড়ারই মেয়ে। কিন্তু পরনে পি পি ই কিট। 

3/3

একশো শতাংশ স্বাস্থ্য বিধি মেনে বরণের পর দেখা গেল, যাঁরা পি পি কিট পরে সিঁদুর ও মন্ডপ স্যানিটাইজ করছেন, তারা ডান্ডিয়া নাচেও সমান পারদর্শী। সব মিলিয়ে সে এক দারুন রঙিন জমজমাট বিসর্জনের পূর্ব মুহূর্ত।