Mamata-Abhishek Meet: রাজ্য সম্মেলনের আগে কালীঘাটে মমতা-অভিষেক একান্তে বৈঠক, আলোচনা বিষয় কি সংগঠনে রদবদল! তুঙ্গে জল্পনা

Feb 23, 2025, 20:22 PM IST
1/5

বিধানসভা ভোটের আগে রদবদল!

বিধানসভা ভোটের আগে রদবদল!

বিধানসভা ভোটের আগে আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্য সম্মেলন করছে তৃণমূল কংগ্রেস। সেই সম্মেলনেই সংগঠনে রদবদল হতে পারে বলে একটা জল্পনা রয়েছে।  

2/5

কালীঘাটে বৈঠক

কালীঘাটে বৈঠক

এরকম এক পরিস্থিতিতে আজ কালীঘাটে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের মধ্য়ে খুব অল্প সময়ের জন্যে একটি বৈঠক হয়েছে বলে সূত্রের খবর।

3/5

রদবদলের প্রস্তাব

রদবদলের প্রস্তাব

সংগঠনে একটা রদবদল হোক, এমন একটি প্রস্তাব দলনেত্রীর কাছে জমা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পারফরমেন্সের উপরে ভিত্তি করেই সংগঠনে রদবদলের সুপারিশ করেছেন অভিষেক। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও তার বিধায়কদের রদবদলের প্রস্তাব জমা দিতে বলেছেন। ফলে এবার একটা রদবদল দলে যে হচ্ছে তার একটা জোর সম্ভাবনা রয়েছে।  

4/5

বৈঠকের বিষয়বস্তু

বৈঠকের বিষয়বস্তু

এরকম এক পরিস্থিতিতে আজকে দলনেত্রীর সঙ্গে কালীঘাটে অভিষেকের বৈঠকের আলোচনার বিষয় কি রদবদল! এমনই জল্পনা তৃণমূলের অন্দরে।

5/5

তৃণমূল ভবনে বৈঠক

তৃণমূল ভবনে বৈঠক

এদিকে, রাজ্য সম্মেলনের আগে আগামিকাল তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন দলের রাজ্য সভাপতি। সূত্রের খবর, ওই বৈঠকে দলের দলের প্রথমসারির নেতাদের ডাকা হয়েছে।