Mark Zackerberg: পাকিস্তানে মৃত্য়ুদণ্ড থেকে অল্পের জন্য বেঁচে যাই, চাঞ্চল্যকর স্বীকারোক্তি জাকারবার্গের

Feb 13, 2025, 14:09 PM IST
1/4

জাকারবার্গ

জাকারবার্গ

সম্প্রতি এক সাক্ষাতকারে ওই কথা বলেছেন জাকারবার্গ। কারণ ফেসবুকের এক পোস্ট। এনিয়ে মামলা চলছে পাক আদালতে।

2/4

ধর্ম অবমাননা মামলা

ধর্ম অবমাননা মামলা

পাক সরকাররে তরফে দাবি করা হয় এক ফেসবুক পোস্টে ইসালাম অবমাননা করা হয়েছে। ফলে তা পাকিস্তানের ব্ল্যাসফেমি আইনের পরিপন্থী।  

3/4

ফেসবুকে পোস্ট

ফেসবুকে পোস্ট

ওই ফোসবুক পোস্টে অ্যাকাউন্ট হোল্ডার নবি হজরত মুহাম্মাদের(স.) একটি ছবি দিয়েছিলেন। এনিয়ে তুলকালাম শুরু হয়ে যায় দেশজুড়ে। এরপরই মামলা হয় পাক আদালতে।

4/4

ফাঁসির সাজা

ফাঁসির সাজা

মার্ক জাকারবার্গ এনিয়ে বলেন, পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে বিভিন্ন ধরনের আদর্শ কাজ করে। ওইসব আদর্শ মানুষের বাকস্বাধীনতার পরিপন্থী। তাই তারা চায় আমাদের দাবিয়ে রাখতে। পাকিস্তানে ধর্ম অবমাননার মামলায় ফাঁসি পর্যন্ত দিয়ে দেওয়া হয়। এছাড়া অন্য়ান্য সাজাতো আছেই।