Rare Giant Fish: জল থেকে উঠে এল ৭৫ কেজির বিরল দৈত্যাকৃতি....! বিক্রি হল ৩০ হাজারে!

Stingray Fish: রীতিমতো বাঁশে বেঁধে তাকে তোলা হয় ভ্যানে!

Feb 12, 2025, 12:04 PM IST
1/6

দৈত্যাকৃতি মাছ!

75 kg Giant Stingray Fish Caught

বিমল বসু: ওজনে ৭৫ কেজি! এমনই বিশাল চেহারা তার! এদিন সকালে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে রায়মঙ্গল নদীতে মত্‍স্যজীবীদের জালে ধরা পড়ে বিরল প্রজাতির এই মাছটি।   

2/6

দৈত্যাকৃতি মাছ!

75 kg Giant Stingray Fish Caught

সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জের স্বরূপকাঠি গ্রাম। সেই গ্রামের মধ্যে দিয়েই বয়ে গিয়েছে রায়মঙ্গল নদী। সেখানেই মৎস্যজীবী প্রদীপ হালদারের পাতা জালে আজ সকালে ধরা পড়ে বিশালাকার এই মাছটি।   

3/6

দৈত্যাকৃতি মাছ!

75 kg Giant Stingray Fish Caught

বিশালাকার এই মাছটিকে নদী থেকে টেনে তোলার পর রীতিমতো বাঁশে বেঁধে ভ্যানে তোলা হয়। তারপর ভ্যানে করে স্থানীয় হিঙ্গলগঞ্জের বাঁকড়া বাজারের মাছের আড়তে নিয়ে আসা হয় সেটিকে।    

4/6

দৈত্যাকৃতি মাছ!

75 kg Giant Stingray Fish Caught

জানা গিয়েছে, ৭৫ কেজির বিপুল বিশাল ওই মাছটি আসলে বিরল প্রজাতির একটি শঙ্কর মাছ।   

5/6

দৈত্যাকৃতি মাছ!

75 kg Giant Stingray Fish Caught

বিশালাকার ওই শঙ্কর মাছ দেখতে ভিড় জমায় সাধারণ মানুষ। চড়া দামে শেষমেশ বিক্রি হয় ৭৫ কেজির বিরল প্রজাতির ওই শঙ্কর মাছটি।   

6/6

দৈত্যাকৃতি মাছ!

75 kg Giant Stingray Fish Caught

৩০ হাজার টাকায় শেষপর্যন্ত বিক্রি হয় ৭৫ কেজির বিরল প্রজাতির ওই শঙ্কর মাছটি।