Rachna Banerjee: প্রয়াগে যোগীর ব্যবস্থাপনায় মুগ্ধ রচনা! এবার ত্রিবেণী কুম্ভে মাথায় জল ছিটিয়ে বললেন...

Rachna Banerjee in Kumbh: উত্তরপ্রদেশের প্রয়াগ রাজে মহাকুম্ভে পুণ্যস্নান করেছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। যোগী সরকারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সাংসদ ও অভিনেত্রী। আজ ত্রিবেনী কুম্ভে উপস্থিত হলেন সবুজ শাড়িতে। বললেন, আমি কালার থেরাপি করি।

Feb 12, 2025, 14:33 PM IST
1/10

ত্রিবেণী সঙ্গমে রচনা

বিধান সরকার: প্রয়াগে ডুব দিয়ে স্নান করে বলেছিলেন তুলনাহীন ব্যবস্থাপনা, ত্রিবেণীতে মাথায় জল ছিটিয়ে বললেন দারুন! 

2/10

ত্রিবেণী সঙ্গমে রচনা

হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের পোশাকেও ছিল চমক। প্রয়াগরাজে সরস্বতী পুজোর দিন পূন্যস্নান করেছিলেন গেরুয়া কাপড়ে। আজ ত্রিবেনী কুম্ভে উপস্থিত হলেন সবুজ শাড়িতে।বললেন, আমি কালার থেরাপি করি।

3/10

ত্রিবেণী সঙ্গমে রচনা

উত্তরপ্রদেশের প্রয়াগ রাজে মহাকুম্ভে পুণ্য স্নান করেছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।সেই স্থানের ভিডিয়ো তাঁর সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন।

4/10

ত্রিবেণী সঙ্গমে রচনা

ত্রিবেণী কুম্ভে এসে তৃণমূল সাংসদ বলেন,  'সরস্বতী পুজোর দিন ভিড় হবে বলে আমাকে যেতে বারণ করেছিল।আমি বলেছিলাম সরস্বতী পুজোর দিনে স্নান করব।ওখানে খুব ভালো ব্যবস্থাপনা ছিল'।

5/10

ত্রিবেণী সঙ্গমে রচনা

তিনি আরও বলেন, 'অনেকটা দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে যেতে হয়েছিল। আগে যে দুর্ঘটনা হয়েছিল তখন হয়তো সেই ব্যবস্থাপনা ছিল না। তবে আমি যেদিন গেছি সেদিন খুব ভালো দেখেছি'।

6/10

ত্রিবেণী সঙ্গমে রচনা

রচনা আরও বলেন, 'এরকমটা নয় যে ভিআইপি গেলে তার জন্য আলাদা ব্যবস্থা করে ঢুকিয়ে দেবে।কারণ সেই ব্যবস্থা আমি দেখিনি। ওখানে দুর্ঘটনা হওয়ার পর ওখানকার সরকার হয়তো আরো বেশি তৎপর হয়েছে। 

7/10

ত্রিবেণী সঙ্গমে রচনা

রচনা আরও বলেন, 'কোটি কোটি লোক ওখানে গেছে।মানুষ যদি একটু দৌড়াতে শুরু করে তাহলে কি হতে পারে'।

8/10

ত্রিবেণী সঙ্গমে রচনা

রচনার দাবি, ত্রিবেণী কুম্ভ মেলার ব্যবস্থাও ভালো। সব দফতর মিলে একসঙ্গে কাজ করেছে। প্রাণের ঘাটগুলোর একটু সংস্কার করা প্রয়োজন। আমি আমার সাধ্যমত চেষ্টা করব।

9/10

ত্রিবেণী সঙ্গমে রচনা

এদিন স্নান না করা প্রসঙ্গে রচনা বলেন, 'মহাকুম্ভে স্নান করেছি তাই এখানে আর করলাম না।গঙ্গাজল মাথায় নিলাম। আজ মাঘী পূর্ণিমা আমার সংসদ এলাকায় যদি না যাই তাহলে কি করে হয়'।

10/10

ত্রিবেণী সঙ্গমে রচনা

প্রয়াগে যে গেরুয়া পোশাক ছিল আর ত্রিবেণীতে সবুজ কেন এই প্রশ্নে রচনা বলেন, 'আজকে বুধবার আমি সবুজ পরি।আর তাছাড়া আমি কালার থেরাপি করি'।