Bird Flu Scare: আগুন বাজারে আচমকাই দেদার পাতে পড়ছে ডিম-মুরগি! মড়ক আতঙ্কে বাংলায় সস্তা পোলট্রি...

Egg-Chicken Rate: চাহিদা কমছে ডিম, মুগির? ব্যবসায়ীদের একাংশের আশঙ্কা অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্র–সহ দেশের একাধিক রাজ্যে বার্ড ফ্লু দেখা দেওয়ায় সেই আতঙ্কে অনেকে ডিম ও মুরগির মাংস খেতে চাইছেন না। এরই মাঝে কমতে শুরু করে ডিম ও মুরগীর দাম। 

Feb 12, 2025, 15:33 PM IST
1/8

বার্ড ফ্লু আতঙ্ক!!!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগত কয়েকদিনে ডিম ও মুরগির মাংস দুটোরই চাহিদা হঠাৎ করে কমতে শুরু করেছে।  

2/8

বার্ড ফ্লু আতঙ্ক!!!

চাহিদা কমায় দামও কমতে শুরু করেছে। উদ্বিগ্ন পোলট্রি খামারের মালিকরা।   

3/8

বার্ড ফ্লু আতঙ্ক!!!

অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্র–সহ দেশের একাধিক রাজ্যে বার্ড ফ্লু দেখা দেওয়ায় সেই আতঙ্কে অনেকে ডিম ও মুরগির মাংস খেতে চাইছেন না বলে ব্যবসায়ীদের একাংশের আশঙ্কা।  

4/8

বার্ড ফ্লু আতঙ্ক!!!

ইতোমধ্যেই জানুয়ারিতে মহারাষ্ট্রে ৭ হাজার মুরগির ফ্লু ধরা পড়েছে, নষ্ট হয়েছে ২০০০ ডিম। হাই অ্যালার্ট জারি করা হয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায়।   

5/8

বার্ড ফ্লু আতঙ্ক!!!

কিছুদিন আগেই আমেরিকায় নেভাডায় (হেলথ ডিস্ট্রিক্ট) একাধিক মানুষের শরীরে বার্ড ফ্লু ভাইরাসের (এইচ৫এন১) সন্ধান পাওয়া গিয়েছে। এবার এদেশেও তার প্রভাব ছড়াতে শুরু করেছে।   

6/8

বার্ড ফ্লু আতঙ্ক!!!

কলকাতার বিভিন্ন পাইকারি বাজারে গোটা মুরগির দাম গত তিনদিনে কমে দাঁড়ায় ১০৭ টাকা।   

7/8

বার্ড ফ্লু আতঙ্ক!!!

পোলট্রি ফার্ম থেকে মঙ্গলবার গোটা মুরগি বিক্রি হয়েছে কেজি প্রতি ৮৫–৯০ টাকায়। ডিমের পাইকারি দাম ৪ টাকা ৯০ পয়সা।  

8/8

বার্ড ফ্লু আতঙ্ক!!!

বিশেষজ্ঞরা অবশ্য জানাচ্ছেন, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাবধানতা হিসেবে আপাতত ডিম এবং মুরগির মাংস ভালো করে গরম জলে ফুটিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।