উত্তরবঙ্গে কমবে বৃষ্টি, আগামী ৭ দিনেও বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণে

Jul 15, 2019, 18:04 PM IST
1/5

আগামিকাল থেকে উত্তরবঙ্গে কমবে বৃষ্টিপাত। আগামী ২০ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমান কম থাকবে। 

2/5

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আগামী ৭ দিনে নাগাড়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণে। 

3/5

উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার বাদ দিলে গোটা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে।

4/5

১ জুন থেকে আজ পর্যন্ত উত্তর দিনাজপুরে বৃষ্টির ঘাটতি ৫৩ শতাংশ, দক্ষিণ দিনাজপুর: ২৫শতাংশ, মালদা: ২৬ শতাংশ, মুর্শিদাবাদ: ৫৯ শতাংশ, বীরভূম: ৪৭ শতাংশ, অখণ্ড বর্ধমানে ৫০ শতাংশ, নদিয়া: ৫০ শতাংশ, উত্তর ২৪ পরগনা: ৫৮ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনা: ৫৩ শতাংশ, হাওড়ায় ৭৮ শতাংশ (সর্বাধিক), হুগলি: ৪২ শতাংশ, পূর্ব মেদিনীপুর: ৫৯ শতাংশ, পশ্চিম মেদিনীপুর: ৩৯ শতাংশ, বাঁকুড়া: ৫৭ শতাংশ, পুরুলিয়া: ৪৩ শতাংশ

5/5

সব মিলিয়ে গোটা পশ্চিমবঙ্গে বৃষ্টির গড় ঘাটতির পরিমান ৩৩ শতাংশ। দক্ষিণবঙ্গে ঘাটতি ৫০ শতাংশ। উত্তরবঙ্গে ২ শতাংশ। উল্লেখ্য, আজ কলকাতার তাপামত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রিতে। সূর্য উঠতেই বাড়তে থাকে উষ্ণতার পারদ। গরমে কার্যত গলদঘর্ম কলকাতাবাসী।