চার দশক পরে এই জুলাইয়ের প্রথম সপ্তাহেই নতুন করে খুলে গিয়েছিল Nathu La

| Jul 08, 2021, 20:58 PM IST
1/8

চার দশক পরে, ঠিক ঠিক বলতে গেলে ৪৪ বছরের মাথায় ২০০৬ সালের এই জুলাইয়ের প্রথম সপ্তাহে নতুন করে খুলে গিয়েছিল না থুলা পাস। 

2/8

১৫ বছর আগের সেই ঘটনা প্রকৃত অর্থেই ছিল ঐতিহাসিক।  Nathu La হল হিমালয়ের সিল্ক রুট। যা অতীতকাল থেকেই চিন ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে অপরিসীম প্রভাব তৈরি করেছে। এটি বন্ধ হয়ে গিয়েছিল ১৯৬২ সালে।

3/8

হিমালয়ের বাতাসতাড়িত ১৪,৫০০ ফুট উচ্চতায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই ঐতিহাসিক উদ্বোধন অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল।

4/8

 দু'শতক ধরে এই Sino-Indian বর্ডার ছিল দুই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেডিং পয়েন্ট। যা যুদ্ধকালে বন্ধ করে দেওয়া হয়।

5/8

তখনই আশা প্রকাশ করা হয়েছিল, এই Himalayan pass দু'দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময়কে আরও ঋদ্ধ করবে।

6/8

না থুলা ছাড়াও চিনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রচনার আরও দু'টি এরকম পয়েন্ট আছে। একটি হিমাচলের 'শিপকি লা'। 

7/8

অন্যটি উত্তরাঞ্চলের 'লিপুলেখ পাস'। এটিও খুব প্রখ্যাত পথ। খুব গুরুত্বপূর্ণও। 

8/8

তখনই ঠিক হয়েছিল, নাথু লা পাসকে কেন্দ্র করে এখানে যে মার্কেট বসবে, তা খুলবে সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বেলা সাড়ে তিনটে।