জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চোরদের ব্যবসা খুলে দিল নিউটাউন থানার পুলিস

Sep 17, 2019, 16:23 PM IST
1/10

চোরদের সমাজের মূল স্রোতে ফেরাতে নিউটাউন থানার এক অভিনব প্রচেষ্টা। ৩ চোরকে দেওয়া হল ব্যবসা করার জন্য অস্থায়ী দোকান ও ব্যবসার সামগ্রী।

2/10

এতদিন নিউটাউনে একাধিক চুরির দায়ে গ্রেফতার হয়েছিলেন ওঁরা। আর এমন ৩ চোরকে সমাজের মূল স্রোতে ফেরাতেই এই উদ্যোগ নিয়েছে নিউটাউন থানার পুলিস।

3/10

 ব্যবসা করার জন্য দেওয়া হয়েছে রাস্তার ধারে অস্থায়ী দোকান ও শাক-সবজিসহ ব্যবসার বিভিন্ন সামগ্রী।

4/10

পুলিস সূত্রে খবর, আজমীর মোল্লা (ঘুনি),আশিক মোল্লা (বালিগুড়ি),মেহবুব মোল্লা (বালিগুড়ি) নামে এই ৩ যুবক নিউটাউন এলাকায় চুরির পান্ডা হয়ে উঠেছিল। 

5/10

একাধিকবার নিউটাউন থানার পুলিসের হাতে গ্রেফতারও হয় তাঁরা। পাশাপাশি হাজত বাসও হয় তাঁদের।

6/10

তবে বাংরবারই দেখা গিয়েছে, জেল থেকে বেরিয়ে নিজেদের শুধরে নেওয়া তো দূর। ফের ওই একই পথে হেঁটেছেন তাঁরা। 

7/10

এরপরই তাঁদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় পুলিস। সেই মতো ডেকে পাঠানো হয় তাদেরকে। বোঝানো হয় যে থানার পক্ষ থেকেই তাদের কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। এতে সম্মত হন ওই ৩ যুবক।

8/10

এরপর বিধাননগর পুলিস কমিশনারের উদ্যোগে নিউটাউন থানার পক্ষ থেকে কাজ শুরু করা হয়। 

9/10

এই ৩ যুবককে নিউটাউন ১৮ তলা এলাকায় অস্থায়ী দোকান ও ব্যবসা করার জন্য তাদের সব্জি কিনে দেওয়া হয়।

10/10

আজ থেকেই শুরু হল তাঁদের নতুন পথচলা। নতুন জীবনযাপনের স্বাদ পেয়ে খুশি তাঁরাও। পাশাপাশি এদিন তাঁরা জানালেন চুরিতে শান্তি নেই, তবে ব্যবসায় শান্তি খুঁজে পাচ্ছেন তাঁরা।