Maha Shivratri 2025 | Menstrual Cycle: হঠাৎই শুরু ঋতুস্রাব! এই সময় মহাশিবরাত্রির ব্রত রাখতে পারবেন?

Maha Shivratri 2025: মহাশিবরাত্রির উপবাসের পর হঠাৎ ঋতুস্রাবে নাজেহাল! করতে পারছেন না পুজো? পুজো করা যাবে এই সময়? কেন পুজো করতে নেই! 

Feb 26, 2025, 18:03 PM IST
1/8

মহাশিবরাত্রির রাতে ঋতুস্রাব!

Mahashivratri night menstruation!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফাল্গুন মাসে কৃষ্ণ চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির উপোস পালন করার পর যদি হুট করে ঋতুস্রাব শুরু হয় তাহলে কী আপনি আর করতে পারবেন না শিবরাত্রি পালন করতে! এমন সময় কি ব্রত পালন করা উচিত?

2/8

ঋতুস্রাবে শুভ কাজে অংশ নেওয়া উচিত নয়

One should not participate in auspicious activities during menstruation

অনেকেরই ধারণা মহিলাদের ঋতুস্রাব হলে কোনও রকম শুভ কাজে অংশগ্রহণ করা উচিত না। কিন্তু এই পুরনোদিনের নিয়ম কি আর আজকালকার মানুষ মানে?

3/8

ঋতুস্রাবের সময় উপোস করা উচিত!

Should fast during menstruation!

আগেকারদিনের বিধান অনুযায়ী ঋতুস্রাব হলে কোনও ঠাকুরের জিনিস ছোঁয়া উচিত নয়। তাহলে কী করবেন এমন সময়? এমন পরিস্থিতিতে মহিলাদের সম্পূর্ণ উপোস থাকা একদমই উচিত নয়। তাই মাসিক শুরু হলে উপোস না রাখাই ভালো।

4/8

ঋতুস্রাবের সময় বাড়ির বড়োদের বিধান

Provision of house elders during menstruation

এই সময় মনে মনে পুজো করা যেতেই পারে। তবে পুজোর জিনিস যদি বাড়ির বড়োরা ধরতে নিষেধ করেন তাহলে জেদ করে না ধরাই ভালো। 

5/8

নিজের জায়গায় অন্যকে দিয়ে পুজো

Worship others instead of yourself

মহাশিবরাত্রির পুজো যদি করতে বারণ করা হয়, তাহলে পুজোয় সরাসরি অংশ না নিয়ে আপনার জায়গায় অন্যকে বসিয়ে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে শিবের নাম জপ করতে পারেন।

6/8

কোন পুজো করা নিষেধ

No worship is allowed

কেন ঋতুস্রাবের সময় পুজো করতে নিষেধ করা হয়? পুরহিতরা বলেন ঋতুস্রাবের সময় পুজো করা উচিত নয়। এই সময় মহিলাদের শরীরে অনেক বেশি শক্তি প্রবাহিত হয়। মনে করা হয় ঈশ্বর এই শক্তি সহ্য করতে পারে না।

7/8

তুলসি গাছ শুকিয়ে যায়

Tulsi plant withers

কথায় আছে কোনও মহিল যদি ঋতুস্রাবের সময় তুলসি গাছে জল ঢালেন তাহলে তুলসি গাছও শুকিয়ে যায়। 

8/8

কবে থেকে পুজো করা যায়

When can puja be done?

প্রচলিত মত অনুযায়ী, ঋতুস্রাব শেষ হওয়ার চতুর্থদিনে স্নান করে শুদ্ধ হয়ে পুজার্চনা করা যেতে পারে।