Mamta Kulkarni: 'যৌনতা বা নগ্নতা কী, বুঝতাম না', টপলেস ফটোশ্যুট প্রসঙ্গে মুখ খুললেন মমতা কুলকার্নি...

Mamta Kulkarni on Topless Photoshoot: জানা গেছে যে ১৯৯০-এর দশকে তার টপলেস ফটোশুটের বিরুদ্ধে অসংখ্য কিন্নর আখড়া সদস্য আপত্তি জানিয়েছিলেন।  তার জেরে ৩ দিনের মাথায় কেড়ে নেওয়া হয়েছে মমতা কুলকার্নির মহামন্ডলেশ্বর উপাধি, এমনটাই শোনা গিয়েছে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী। 

Feb 05, 2025, 20:27 PM IST
1/14

মমতা কুলকার্নি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগে মহাকুম্ভে মমতা কুলকার্নি মহামন্ডলেশ্বর উপাধি পাওয়ায় সমালোচনার ঝড় ওঠে।     

2/14

মমতা কুলকার্নি

আর তার জেরে ৩ দিনের মাথায় কেড়ে নেওয়া হয় মমতা কুলকার্নির মহামন্ডলেশ্বর উপাধি।   

3/14

মমতা কুলকার্নি

যে পাঁচটি কারণে এই উপাধি হারালেন মমতা, তার অন্যতম কারণ মমতার লাস্যময়ী ইমেজ। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।   

4/14

মমতা কুলকার্নি

চলচ্চিত্র জগতে মমতা কুলকার্নির সাহসী ইমেজ বিতর্কের জন্ম দিয়েছে কিন্নর আখড়ায়।   

5/14

মমতা কুলকার্নি

জানা গেছে যে ১৯৯০-এর দশকে তার টপলেস ফটোশুটের বিরুদ্ধে অসংখ্য কিন্নর আখড়া সদস্য আপত্তি জানিয়েছিলেন।    

6/14

মমতা কুলকার্নি

স্টারডাস্ট ম্যাগাজিনে মমতার টপলেস কভার একসময় ঝড় তুলেছিল গোটা দেশে। অভিনেত্রীর সাহসিকতায় অবাক হয়েছিলেন অনেকেই।   

7/14

মমতা কুলকার্নি

সম্প্রতি এক সাক্ষাত্‍কারে অভিনেত্রী জানান যে  সেই সময়ে যৌনতা বা নগ্নতা কী, তিনি বুঝতেন না।   

8/14

মমতা কুলকার্নি

অভিনেত্রী বলেন, 'আমি তখন নবম শ্রেণীতে পড়তাম। স্টারডাস্টের লোকেরা আমাকে ডেমি মুরের একটি ছবি দেখিয়েছিল, যা আমার কাছে অশ্লীল মনে হয়নি'।   

9/14

মমতা কুলকার্নি

মমতা বলেন, 'আমি সেই সময় এই বিবৃতিও দিয়েছিলাম, 'আমি এখনও ভার্জিন' এবং লোকেরা এটি হজম করতে পারেনি কারণ তাদের মতে, লোকেরা বলিউডে প্রবেশের জন্য যেকোনো কিছু করে'।   

10/14

মমতা কুলকার্নি

অভিনেত্রীর দাবি, 'অনেকেই বলিউডে আসার জন্য অনেক কিছু করে এবং তারা টাকার জন্য বলিউডে প্রবেশ করতে পারে কিন্তু আমার ক্ষেত্রে তা হয়নি। আমার বাবা ৩৫ বছর ধরে ট্রান্সপোর্ট কমিশনার ছিলেন'।   

11/14

মমতা কুলকার্নি

মমতা কুলকার্নি বলেন, 'আমি যৌনতা সম্পর্কে কিছুই জানতাম না, তাই নগ্নতা কী তা আমি জানতাম না'।   

12/14

মমতা কুলকার্নি

'আপনি যদি যৌন সচেতন না হন, তাহলে আপনি নগ্নতাকে অশ্লীলতার সাথে যুক্ত করতে পারবেন না', দাবি অভিনেত্রীর।   

13/14

মমতা কুলকার্নি

মমতার বেশ কয়েকটি গানের অশ্লীল শব্দ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে বেশিরভাগ ক্ষেত্রে সেটে গিয়েই তিনি গান শুনতেন।   

14/14

মমতা কুলকার্নি

অভিনেত্রীর আরও দাবি, 'নাচের সময় গানের কথা ভালো করে শুনতামও না। শুধু আমি নয়, মাধুরী দীক্ষিতকেও জিজ্ঞেস করলে এক কথাই বলবে'।