15-Storey Building Asteroid: অবিশ্বাস্য ভয়ংকর হাড়হিম গতি! প্রতি ঘণ্টায় ৭০ হাজার পথ পেরোচ্ছে সুবিশাল পাহাড়! পৃথিবীতে লাগলে...

15-Storey Building Asteroid: পরমাণু বোমার চেয়েও বেশি শক্তিতে আঘাত হানতে পারে এই ধরনের গ্রহাণু। একটা গোটা শহর ধ্বংস হয়ে যেতে পারে। এবারও কি তেমন কোনও বিপদের আশঙ্কা করেছেন বিজ্ঞানীরা?

| Feb 05, 2025, 20:24 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাম তার ২০২৫ সিকিউ (2025 CQ)। ভয়ংকর এক বেগে সে দৌড়চ্ছে। আগুনে গতি, আগুনে শক্তি। ১৫০ ফুট বিস্তৃত স্পেস রক। 'অ্যাপোলো' পরিবারের পাথর এটি। নাসা এটিকে নিয়ে একটি সতর্কতা জারি করেছে! ১৫ তলা বাড়ির সমান এই গ্রহাণু ৬০,০০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে পৃথিবীর পাশ দিয়ে উড়বে।

1/6

ঘণ্টায় ৬০,৮৯৮ কিমি

২০২৫ সিকিউ নামের ১৫০ ফুট লম্বা অ্যাপোলো-বর্গের এই মহাকাশ-পাথর বা গ্রহাণুর গতি জানেন? ঘণ্টায় ৬০,৮৯৮ কিলোমিটার!

2/6

২.২ মিলিয়ন কিমি দূরে

গ্রহাণু ২০২৫ সিকিউ পৃথিবী থেকে ২.২ মিলিয়ন কিলোমিটার দূরে। এটি কিন্তু অনেক দূরত্ব নয়। জ্যোতির্বিদ্যার নিরিখে এটি নিকটবর্তীই।

3/6

ভয়াবহ নয়

অ্যাপোলো গ্রহাণুদের কক্ষপথ সূর্যের চারপাশে পৃথিবীর পথ অতিক্রম করে। এর মধ্যে অনেকগুলিই পৃথিবীর পক্ষে ভয়াবহ নয়। তবে বেশ বড় গ্রহাণুগুলি যদি পৃথিবী থেকে ৭.৫ মিলিয়ন কিলোমিটারের মধ্যে আসে তবে সেগুলি বিপজ্জনক হতে পারে বলে মনে করা হয়।

4/6

পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তি

যদি ২০২৫ CQ-র মতো কোনও গ্রহাণু কোনও ভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, কী ঘটবে? তাহলে এটি পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তিতে বিস্ফোরিত হতে পারে। এমন একটি বড় মাপের আঘাত গোটা একটি শহরকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে।

5/6

'সিনিওজ'

বিশ্বব্যাপী পর্যবেক্ষণাগার থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্য বিশ্লেষণ করে 'সেন্টার ফর নিয়ার-আর্থ অবজেক্ট স্টাডিজ'। সংক্ষেপে 'সিনিওজ' (CNEOS)। 

6/6

ডিফ্লেকশন কৌশলে

নাসা অবশ্য বিপদ এড়ানোর জন্য ব্যবস্থাও করে রেখেছে। যদি কোনও গ্রহাণু কখনও পৃথিবীর জন্য সত্যিকারের কোনও বিপদ ডেকে আনে, তাহলে নাসা DART মিশনের মতো ডিফ্লেকশন কৌশল ব্যবহার করে তা প্রতিহত করবে। এই প্রকৌশল আগেও ব্যবহার করা হয়েছে। ২০২২ সালে একটি গ্রহাণুর পথ সফলভাবে পরিবর্তন করা সম্ভব হয়েছিল এই প্রযুক্তিতে।