দিদি মাটি-কাঁকড়ের রসগোল্লা পাঠালে ধন্য হব, মমতাকে বার্তা মোদীর

Apr 29, 2019, 16:02 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: বাংলার মহাপুরুষদের চরণধূলি মিশ্রিত মাটি ও পাথরের রসগোল্লা খেতে পেলে ধন্য হব। শ্রীরামপুরের সভা এভাবেই মমতাকে পাল্টা দিলেন নরেন্দ্র মোদী।  

2/5

বছরে অন্তত দু-তিনবার তাঁকে নিজে পছন্দ করে কুর্তা ও মিষ্টি পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। অক্ষয় কুমারের সঙ্গে অরাজনৈতিক সাক্ষাত্কারে বলেছিলেন নরেন্দ্র মোদী। তাঁর সৌজন্য নিয়ে মোদী রাজনীতি করছেন বলে তোপ দাগেন মমতা। কটাক্ষ করেন, এবার মাটি ও কাঁকড় দিয়ে রসগোল্লা পাঠানো হবে। ওই রসগোল্লা খেলে দাঁত ভেঙে যাবে মোদীর।           

3/5

শ্রীরামপুরের সভায় নরেন্দ্র মোদী বলেন, আমায় মাটি ও পাথরের রসগোল্লা খাওয়াতো চান দিদি। বাহ কী সৌভাগ্য! বাংলার মাটির রসগোল্লা মানে যে মাটিতে রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, শ্রী চৈতন্য, জগদীশচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ জন্মেছেন''। 

4/5

মোদী আরও বলেন,''এমন অগুনতি মহাপুরুষ, বিপ্লবী যাঁদের চরণধূলি বাংলার মাটিতে মিশে রয়েছে। এটা আমার জন্য প্রসাদ হবে।ধন্য হব। এই মাটি পবিত্র। আমার প্রেরণা ও শক্তি। আমি অপেক্ষায় থাকব''।

5/5

মোদীর কটাক্ষ, মাটির সঙ্গে পাথর পাঠালে বাংলার মানুষের মাথা বেঁচে যাবে। বাংলার অতীত গৌরব ফিরিয়ে আনার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।