নিমেষে ধ্বংস করতে পারে চিনের জাহাজ! আরব সাগরে নামল ভারতের নতুন সাবমেরিন

Nov 12, 2020, 18:08 PM IST
1/9

নিজস্ব প্রতিবেদন:  আরব সাগরে নামল ভারতীয় নৌ-সেনার পঞ্চম স্করপেন সাবমেরিন। বলা যায়, আরেকটু শক্তিশালী হল  ভারতীয় নৌসেনা। বৃহস্পতিবার মুম্বইয়ের মাঝগাঁও ডক থেকে ভারতে তৈরি উন্নততর স্টেলথ্ ডুবোজাহাজ’টিকে আনুষ্ঠানিক ভাবে আরব সাগরে নামানো হল।

2/9

বোতাম টিপতেই, জলে নেমে গেল সাবমেরিন। উন্নত ফিচারে প্রযুক্তিতে তৈরি স্করপেন। 

3/9

সামুদ্রিক শিকারী মাছের নামে নামকরণ করা হয়েছে এই ডুবো জাহাজের। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনুমান, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে চিনা নৌবাহিনীর মোকাবিলায় অপরিহার্য ভূমিকা নিতে চলেছে এই  সাবমেরিন। 

4/9

 জানা গিয়েছে,‘প্রজেক্ট ৭৫’ প্রকল্পের আওতায় ফরাসি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে উন্নত প্রযুক্তির মোট ৬টি ডুবোজাহাজ বানাচ্ছে ভারত। 

5/9

২০১৫ সালে পাওয়া প্রথম ভারতীয় স্করপেন আইএনএস কলভরীকে ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীর কাজে যোগ দিয়েছে। 

6/9

প্রায় ৬৭ মিটার লম্বা স্করপেন সাবমেরিন। যার ওজন প্রায় ২ হাজার টন। চওড়া প্রায় সাড়ে ৬ মিটার।  ডিজেল ও বিদ্যুতে চলবে এই সাবমেরিন। 

7/9

দীর্ঘক্ষণ জলের তলায় ডুবে থাকতে পারবে এই সাবমেরিন। পাশপাশি নিঃশব্দে  শত্রুপক্ষের উপর নজর রাখতে সিদ্ধহস্ত।     

8/9

জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থাকছে এই সাবমেরিনে। এবং টর্পেডোও ছুড়তে পারে স্করপেন সাবমেরিন।

9/9

এই সাবমেরিনের যুদ্ধ ক্ষমতা ও প্রযুক্তি  নিয়ে গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছিল বলে খবর। প্রকাশিত হয়েছিল অস্ট্রেলিয়ার এক সংবাদ পত্রিকায়।