ঐতিহাসিক দীপাবলি উদযাপন, আলোর সাজে রাম জন্মভূমি, বহিরাগতদের প্রবেশ নিষেধ
Nov 12, 2020, 16:57 PM IST
1/7
নিজস্ব প্রতিবেদন: দিওয়ালি উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে অযোধ্যা। সেজে উঠছে গোটা শহর। বুধবার দীপোৎসবের উদযাপনের মধ্য দিয়ে শহরকে আলোকসজ্জার রোশনাইয়ে সাজানো হয়েছে।
2/7
পবিত্র শহরে রাম মন্দির নির্মাণের জন্য সুপ্রিম কোর্টের আদেশের পরে এই প্রথমবার জাতীয় স্তরে দীপাবলি উদযাপন হবে।
photos
TRENDING NOW
3/7
এখানে ১১ টা টেবিলে দেখানো হবে রামের জন্ম থেকে রাবনের শেষ অধ্যায়।
4/7
আগামী তিন দিনের জন্য যে উৎসব চলবে, তাতে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উপস্থিত থাকবেন।
5/7
কোভিড -১৯ প্রোটোকলের কারণে অযোধ্যা নগরে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।