EXPLAINED | Champions Trophy 2025: 'লিখিত দিক আগে'! ভারত কি পাকিস্তানে যাবে না? চলে এল ময়দান কাঁপানো আপডেট...
Champions Trophy 2025: ভারত কি পাকিস্তানে যাবে না আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে? এই মুহূর্তে চলে এল যে বিরাট আপডেট...
1/5
চ্যাম্পিয়ন্স ট্রফি সূচি
2/5
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরছে
photos
TRENDING NOW
3/5
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মহসিন নকভি যা বললেন...
পিসিবি প্রধান মহসিন নকভি শুক্রবার অর্থাত্ আজ, লাহোরে গদ্দাফি স্টেডিয়ামে এসেছিলেন সংস্কারের কাজ দেখতে। তিনি সাংবাদিকদের বলেন, 'ভারতের আমাদের এখানে আসার ব্য়াপারে যদি কোনও ইস্য়ু থাকে, তাহলে তা লিখিত দিতে হবে। আমরা মিডিয়ার রিপোর্ট পড়ছি। কিন্তু কিছুই সরকারি ভাবে আসেনি আমাদের কাছে। আইসিসি-র থেকেও আমরা বিসিসিআইয়ের কিছু লিখিত পাইনি। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি পুরোদমে চলছে এবং চলবেও। ভারত যদি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা আমাদের সরকারের কাছ থেকে পরামর্শ নেব এবং সেই অনুযায়ী সাড়া দেব, কারণ আমরা অতীতে অনেকবার বিসিসিআইয়ের সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ জায়গাতেই ছিলাম।'
4/5
কেন ভারত-পাকিস্তান নিজেদের দেশে একে-অপরের বিরুদ্ধে খেলে না?
সীমান্ত সন্ত্রাস ও রাজনৈতিক চাপানউতোরের জন্য সেই ২০১২ সাল থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। শেষবার ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত। এরপর পঞ্চাশ ওভারের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে দুই দেশ। খেলা হয়েছে নিরপেক্ষ দেসে। যদিও পাকিস্তান এসেছে ভারতে। ২০২৪ টি-২০ বিশ্বকাপে দুই দেশের শেষবার সাক্ষাত্ হয়েছিল।
5/5
চ্য়াম্পিয়ন্স ট্রফি কি হাইব্রিড মডেলে হতে পারে?
গতবছর যুগ্মভাবে এশিয়া কাপের আয়োজন করেছিল শ্রীলঙ্কা ও মূল আয়োজক পাকিস্তান। পাকিস্তানে হয়েছিল চার ম্যাচ ও দ্বীপরাষ্ট্রে ছিল নয় ম্যাচ। ভারত নিরপেক্ষ ভেন্য়ু হিসেবে ওয়ানিন্দু হাসারঙ্গাদের দেশেই খেলেছিল। চ্য়াম্পিয়ন্স ট্রফি যে, হাইব্রিড মডেলে হবে না, তা এখনই বলে দেওয়া যাচ্ছে না! পাকিস্তানের পাশাপাশি দ্বিতীয় দেশ হবে সংযুক্ত আরব আমিরশাহি বা দুবাই। ভারত তাহলে সেখানেই চ্য়াম্পিয়ন্স ট্রফির ম্য়াচগুলি খেলবে। যদিও নকভি বলেছেন, 'এখনও পর্যন্ত আমরা হাইব্রিড মডেলের ব্য়াপারে কিছু বলিনি। আমরা সেই বিষয়ে আলোচনা করতেও প্রস্তুতও নই।'
photos