Partha Chatterjee: খাচ্ছেন না, অবস্থার আরও অবনতি! পার্থকে নিয়ে চিন্তায় মেডিক্যাল টিম...

Partha Chatterjee Health Update: গত সোমবার থেকে শ্বাসকষ্টের সমস্যার বাড়াবাড়ি হওয়ায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এখন কেমন আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী?

Jan 25, 2025, 08:58 AM IST
1/6

শারীরিক অবস্থার আরও অবনতি

অয়ন শর্মা: শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। বাড়তি বিড়ম্বনা হিসেবে ক্রিয়েটিনিন, পটাশিয়াম, সোডিয়ামের মাত্রাতে গোলমাল দেখা দিয়েছে তাঁর।

2/6

চেক আপ

শনিবার সকাল ১১টা নাগাদ ফের মেডিক্যাল বোর্ডের সদস্যরা, তাঁর চেক আপ করবেন।

3/6

হার্টের অবস্থা

হার্টের অবস্থা কীরকম রয়েছে তা জানতে আজ ফের ইকোকার্ডিওগ্রাম করা হবে পার্থর। 

4/6

ব্লাড টেস্ট

এছাড়াও আজ ফের ব্লাড টেস্ট করা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এস এস কে এম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, এই অসুস্থতার মূল কারণ হিসাবে, দায়ী করেছেন খাদ্যাভ্যাসকে।

5/6

খাদ্যাভ্যাস

কারণ বয়স অনুযায়ী খাদ্যাভ্যাসের সংযম নেই। কিছুটা আচ্ছন্নভাব রয়েছে তাঁর। হাসপাতালের আসার পর, খাবারে রুচি নেই। 

6/6

ইউরিন আউটপুট মনিটর

গতকাল যদিও করে খাওয়ানো হয়েছে পার্থকে। মাল্টি ডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড সূত্রে খবর,আগে থেকে কিডনির সমস্যা থাকায় ইউরিন আউটপুট মনিটর করা হচ্ছে তার। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে এখনও সংকট মুক্ত নন তিনি।