WB Weather Update: গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টির আশঙ্কা, জেনে নিন দুর্যোগ কাটবে কবে
1/5
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/08/02/431856-1.png)
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় রাতভর বৃষ্টি হয়েছে। সকাল থেকেই দফায় দফায় চলছে ঝিরঝিরে বৃষ্টি। আজ সারাদিন বিভিন্ন জেলায় কোথাও ভারী, কোথাও অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। স্বাভাবতই আজ কাজের দিনে ঘোর বিপাকে কাজে বের হওয়া মানুষজন। এই দুর্যোগ বৃহস্পতিবার বিকেলের আগে না কাটার সম্ভাবনাই বেশি। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
2/5
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/08/02/431855-2.png)
বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন এলাকায় ইতমিধ্যেই জল জমে গিয়েছে। রবীন্দ্র সরণী, সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, বেহালা, পার্ক সার্কাসের বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। উত্তর ও দক্ষিণ মিলিয়ে কলকাতায় ৫৫টি রাস্তায় জল জমে রয়েছে। বেশিরভাগ রাস্তাতেই গোড়ালি সমান জল জমেছে। আলিপুর আবহাওয়া দফতর এখনও পর্যন্ত ৮৭ দশমিক ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আজ দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণ কলকাতা বেশি বৃষ্টি পেতে পারে। কলকাতার কিছু এলাকায় আজ ধাপে ধাপে বৃষ্টি বাড়বে। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
photos
TRENDING NOW
3/5
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/08/02/431854-3.png)
হাওয়া অফিসের দাবি, রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। জানা গিয়েছে আজ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও নদিয়ার একটা বড় অংশ। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
4/5
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/08/02/431853-4.png)
5/5
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/08/02/431852-5.png)
দক্ষিণবঙ্গে আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরইসঙ্গে চলতে পারে দমকা হাওয়া। বাতাসের গতি হতে পারে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আজ সন্ধে পর্যন্ত বৃষ্টি কমার সম্ভাবনা বেশ কম। আবহাওয়া উন্নতি শুরু হবে রাতের পর থেকে। কাল দুপুরে পর থেকে দুর্যোগমুক্ত হবে দক্ষিণবঙ্গ। তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ভোর থেকে দার্জিলিং ও কালিম্পংয়ের মতো জেলা ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদহ ও দক্ষিণ দিনাজপুর। এককথায় দক্ষিণবঙ্গের আবহাওয়া বৃহস্পতিবার বিকেল বা তার পর থেকে দুর্যোগ মুক্ত হবে। অন্যদিকে, ওই সময় থেকেই উত্তরবঙ্গের আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে উঠবে। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
photos